This is weekly mock test questions for ANM GNM 2025. This will very helpful for coming entrance exam. This mock test contains all subject’s questions. You can also download ANM GNM 2025 Free Mock Test PDF from the below page
1. ফ্লেক্সর পেশি সংক্রান্ত কোন বিবৃতি/গুলি সঠিক?-( CAT-2)
A) বাইসেপস একটি ফ্লেক্সর পেশি।
B) হ্যামস্ট্রিং পেশি হাঁটু সন্ধিকে প্রসারিত করে।
C) ফ্লেক্সর পেশি দুটি অস্থির মধ্যবর্তী কোণ বৃদ্ধি করে।
D) বাইসেপস কনুই সন্ধিকে ভাঁজ করতে সাহায্য করে।
- ক) বাইসেপস ব্র্যাকাই একটি প্রধান ফ্লেক্সর পেশি যা কনুই সন্ধিতে কাজ করে। (সঠিক)
- খ) হ্যামস্ট্রিং পেশি (যেমন বাইসেপস ফিমোরিস) হাঁটু সন্ধিকে ভাঁজ করতে (ফ্লেক্সন) সাহায্য করে, প্রসারিত (এক্সটেনশন) করে না। (ভুল)
- গ) ফ্লেক্সর পেশি দুটি অস্থির মধ্যবর্তী কোণ হ্রাস করে, বৃদ্ধি করে না। (ভুল)
- ঘ) বাইসেপস কনুই সন্ধিকে ভাঁজ করে, অর্থাৎ ফ্লেক্সন ঘটায়। (সঠিক)
2. এক্সটেনসর পেশি সম্পর্কে নীচের কোন তথ্য/গুলি সঠিক?-( CAT-2)
A) ট্রাইসেপস একটি এক্সটেনসর পেশি।
B) কোয়াড্রিসেপস পেশি হাঁটু সন্ধিকে ভাঁজ করে।
C) এক্সটেনসর পেশি অঙ্গকে প্রসারিত করতে সাহায্য করে।
D) ট্রাইসেপস কনুই সন্ধিকে ভাঁজ করতে সাহায্য করে।
- ক) ট্রাইসেপস ব্র্যাকাই কনুই সন্ধির একটি প্রধান এক্সটেনসর পেশি। (সঠিক)
- খ) কোয়াড্রিসেপস ফিমোরিস পেশি হাঁটু সন্ধিকে প্রসারিত (এক্সটেনশন) করতে সাহায্য করে, ভাঁজ (ফ্লেক্সন) করে না। (ভুল)
- গ) এক্সটেনসর পেশির প্রধান কাজ হলো অঙ্গ বা অঙ্গের অংশকে প্রসারিত করা। (সঠিক)
- ঘ) ট্রাইসেপস কনুই সন্ধিকে প্রসারিত করে, ভাঁজ করে বাইসেপস। (ভুল)
3. রোটেটর পেশি সংক্রান্ত কোন বিবৃতি/গুলি সঠিক?-( CAT-2)
ক) পাইরিফর্মিস পেশি একটি রোটেটর পেশি।
খ) রোটেটর পেশি অঙ্গকে একটি অক্ষের চারপাশে ঘোরাতে সাহায্য করে।
গ) ডেলটয়েড একটি প্রধান রোটেটর পেশি।
ঘ) রোটেটর পেশি শুধুমাত্র অঙ্গকে ভেতরের দিকে ঘোরাতে পারে।
-
- ক) পাইরিফর্মিস পেশি নিতম্ব অঞ্চলে অবস্থিত এবং ঊরুকে বাইরের দিকে ঘোরাতে (ল্যাটারাল রোটেশন) সাহায্য করে। (সঠিক)
- খ) রোটেটর পেশির কাজই হলো কোনো অঙ্গকে তার অক্ষ বরাবর ঘোরানো। (সঠিক)
- গ) ডেলটয়েড পেশি প্রধানত অ্যাবডাকশনের জন্য দায়ী, যদিও কিছু ঘূর্ণনেও সাহায্য করে, তবে এটি প্রধান রোটেটর নয়। (ভুল)
- ঘ) রোটেটর পেশি অঙ্গকে ভেতরের দিকে (মিডিয়াল রোটেশন) এবং বাইরের দিকে (ল্যাটারাল রোটেশন) উভয় দিকেই ঘোরাতে পারে। (ভুল)
4. মানুষের প্রধান রেচন অঙ্গ এবং রেচন পদার্থ সম্পর্কিত কোন বিবৃতি/গুলি সঠিক??-( CAT-2)
A) বৃক্ক মানুষের প্রধান রেচন অঙ্গ।
B) মানুষের প্রধান নাইট্রোজেনঘটিত রেচন পদার্থ হলো ইউরিক অ্যাসিড।
C) ফুসফুস কার্বন ডাইঅক্সাইড রেচন করে, যা একটি বিপাকজাত বর্জ্য।
D) ত্বক ঘামের মাধ্যমে জল, লবণ এবং সামান্য ইউরিয়া রেচন করে।
- ক) বৃক্ক (কিডনি) মানুষের প্রধান রেচন অঙ্গ, যা রক্ত থেকে নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ ছেঁকে মূত্র উৎপাদন করে। (সঠিক)
- খ) মানুষের প্রধান নাইট্রোজেনঘটিত রেচন পদার্থ হলো ইউরিয়া, ইউরিক অ্যাসিড নয় (ইউরিক অ্যাসিড অল্প পরিমাণে নির্গত হয়)। (ভুল)
- গ) শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড একটি গ্যাসীয় বর্জ্য পদার্থ, যা ফুসফুসের মাধ্যমে দেহ থেকে নির্গত হয়। (সঠিক)
- ঘ) ত্বক একটি আনুষঙ্গিক রেচন অঙ্গ যা ঘামের মাধ্যমে জল, খনিজ লবণ এবং খুব অল্প পরিমাণে ইউরিয়া দেহ থেকে বের করে দেয়। (সঠিক)
5. বৃক্কের গঠন সম্পর্কিত নীচের কোন তথ্য/গুলি সঠিক??-( CAT-2)
ক) প্রতিটি বৃক্কের বাইরের স্তরটিকে কর্টেক্স এবং ভিতরের স্তরটিকে মেডুলা বলে।
খ) বৃক্কের অবতল অংশের খাঁজটিকে হাইলাম বলে, যার মধ্য দিয়ে রেনাল ধমনী প্রবেশ করে এবং রেনাল শিরা ও ইউরেটার নির্গত হয়।
গ) রেনাল পিরামিডগুলি বৃক্কের কর্টেক্স অঞ্চলে অবস্থিত।
ঘ) প্রতিটি বৃক্ক অসংখ্য নেফ্রন দ্বারা গঠিত।
-
-
- ক) বৃক্কের লম্বচ্ছেদে বাইরের দিকে গাঢ় বর্ণের কর্টেক্স এবং ভিতরের দিকে হালকা বর্ণের মেডুলা অঞ্চল দেখা যায়। (সঠিক)
- খ) হাইলাম হলো বৃক্কের সেই খাঁজ, যেখান দিয়ে রক্তবাহ (রেনাল ধমনী, রেনাল শিরা), লসিকা বাহ এবং স্নায়ু প্রবেশ বা নির্গত হয় এবং ইউরেটার (গবিনী) বেরিয়ে আসে। (সঠিক)
- গ) রেনাল পিরামিডগুলি বৃক্কের মেডুলা অঞ্চলে অবস্থিত, কর্টেক্সে নয়। (ভুল)
- ঘ) নেফ্রন হলো বৃক্কের গঠনগত ও কার্যগত একক, প্রতিটি বৃক্কে প্রায় ১০-১২ লক্ষ নেফ্রন থাকে। (সঠিক)
-
6. নেফ্রনের গঠন বিষয়ে কোন বিবৃতি/গুলি সঠিক?-( CAT-2)
ক) প্রতিটি নেফ্রন ম্যালপিজিয়ান করপাসল এবং বৃক্কীয় নালিকা নিয়ে গঠিত।
খ) গ্লোমেরুলাস এবং বোম্যানস ক্যাপসুল একত্রে ম্যালপিজিয়ান করপাসল গঠন করে।
গ) হেনলির লুপ বৃক্কের কর্টেক্স অঞ্চলে বিস্তৃত থাকে।
ঘ) নিকটবর্তী সংবর্ত নালিকা (PCT) ম্যালপিজিয়ান করপাসলের পরে এবং হেনলির লুপের আগে অবস্থিত।
- ক) নেফ্রনের দুটি প্রধান অংশ: ম্যালপিজিয়ান করপাসল (বা রেনাল করপাসল) এবং বৃক্কীয় নালিকা (রেনাল টিউবিউল)। (সঠিক)
- খ) ম্যালপিজিয়ান করপাসল গ্লোমেরুলাস নামক রক্তজালক গুচ্ছ এবং তাকে বেষ্টনকারী পেয়ালাকৃতি বোম্যানস ক্যাপসুল নিয়ে গঠিত। (সঠিক)
- গ) হেনলির লুপ প্রধানত বৃক্কের মেডুলা অঞ্চলে বিস্তৃত থাকে, যদিও এর কিছু অংশ কর্টেক্সেও থাকতে পারে (কর্টিকাল নেফ্রনের ক্ষেত্রে লুপ ছোট এবং মেডুলায় কম প্রবেশ করে)। (ভুল, প্রধানত মেডুলা)
- ঘ) বৃক্কীয় নালিকার অংশগুলির ক্রম হলো: বোম্যানস ক্যাপসুল -> নিকটবর্তী সংবর্ত নালিকা (PCT) -> হেনলির লুপ -> দূরবর্তী সংবর্ত নালিকা (DCT) -> সংগ্রাহী নালী। (সঠিক)
7. ADH (অ্যান্টিডিউরেটিক হরমোন) বা ভ্যাসোপ্রেসিন সম্পর্কে নীচের কোন বিবৃতি/গুলি সঠিক?-( CAT-2)
A) এটি পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়।
B) এই হরমোন দূরবর্তী সংবর্ত নালিকা (DCT) এবং সংগ্রাহী নালীর জলের ভেদ্যতা বৃদ্ধি করে।
C) ADH-এর প্রভাবে মূত্রের পরিমাণ বৃদ্ধি পায় এবং মূত্র লঘু হয়।
D) দেহে জলের পরিমাণ কমে গেলে ADH ক্ষরণ বৃদ্ধি পায়।
- ক) ADH হাইপোথ্যালামাসে উৎপন্ন হয় এবং পশ্চাৎ পিটুইটারি থেকে রক্তে ক্ষরিত হয়। (সঠিক)
- খ) ADH DCT ও সংগ্রাহী নালীর কোষপ্রাচীরের অ্যাকুয়াপোরিনের সংখ্যা বাড়িয়ে জলের পুনঃশোষণ বৃদ্ধি করে। (সঠিক)
- গ) ADH-এর প্রভাবে জল পুনঃশোষণ বেড়ে যায়, ফলে মূত্রের পরিমাণ কমে এবং মূত্র গাঢ় হয়। (ভুল)
- ঘ) দেহে জলের অভাব হলে বা রক্তের অভিস্রবণ চাপ বাড়লে হাইপোথ্যালামাসের অসমোরিসেপ্টর উদ্দীপিত হয় এবং ADH ক্ষরণ বৃদ্ধি পায়, ফলে জল পুনঃশোষিত হয়ে দেহে জলের ভারসাম্য বজায় থাকে। (সঠিক)
8. ভারতের জাতীয় টিকাকরণ কর্মসূচী (Universal Immunization Programme – UIP) অনুযায়ী শিশুদের জন্মের সময় কোন টিকা/গুলি দেওয়া হয়?
ক) বিসিজি (BCG)
খ) ওপিভি (OPV)
গ) হেপাটাইটিস বি (Hepatitis B)
ঘ) হাম-রুবেলা (MR)
- ক) বিসিজি টিকা যক্ষ্মা (TB) রোগ প্রতিরোধের জন্য জন্মের সময় বা যত শীঘ্র সম্ভব (১ বছরের মধ্যে) দেওয়া হয়। (সঠিক)
- খ) ওপিভি-র শূন্যতম ডোজ (OPV-0) পোলিও রোগ প্রতিরোধের জন্য জন্মের সময় বা প্রথম ১৫ দিনের মধ্যে দেওয়া হয়। (সঠিক)
- গ) হেপাটাইটিস বি টিকার জন্ম ডোজ জন্মের ২৪ ঘণ্টার মধ্যে দেওয়া উচিত। (সঠিক)
- ঘ) হাম-রুবেলা (MR) টিকার প্রথম ডোজ ৯-১২ মাস বয়সে দেওয়া হয়। (ভুল)
9. পেন্টাভ্যালেন্ট টিকা কোন পাঁচটি রোগ থেকে সুরক্ষা প্রদান করে? ( CAT-2)
A) ডিপথেরিয়া, হুপিং কাশি (পারটুসিস), টিটেনাস, হেপাটাইটিস বি, ইনফ্লুয়েঞ্জা।
B) ডিপথেরিয়া, হুপিং কাশি (পারটুসিস), টিটেনাস, হেপাটাইটিস বি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি (Hib)।
C) পোলিও, হাম, মাম্পস, রুবেলা, হেপাটাইটিস এ।
D) টিটেনাস, যক্ষ্মা, টাইফয়েড, হেপাটাইটিস বি, মেনিনজাইটিস।
- ক) ইনফ্লুয়েঞ্জা পেন্টাভ্যালেন্টের অংশ নয়। (ভুল)
- খ) পেন্টাভ্যালেন্ট টিকা এই পাঁচটি রোগ থেকে সুরক্ষা দেয়: ডিপথেরিয়া, পারটুসিস (হুপিং কাশি), টিটেনাস (এই তিনটি DPT নামে পরিচিত), হেপাটাইটিস বি এবং হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি (Hib) ঘটিত মেনিনজাইটিস ও নিউমোনিয়া। (সঠিক)
- গ) এইগুলি ভিন্ন ভিন্ন টিকার মাধ্যমে প্রতিরোধ করা হয়। (ভুল)
- ঘ) যক্ষ্মা (BCG), টাইফয়েড ভিন্ন টিকা। (ভুল)
10. যক্ষ্মা (Tuberculosis – TB) রোগ সম্পর্কিত কোন বিবৃতি/গুলি সঠিক? ( CAT-2)
A) এটি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি বায়ুবাহিত রোগ।
B) এই রোগ শুধুমাত্র ফুসফুসকে আক্রান্ত করে।
C) বিসিজি টিকা যক্ষ্মার বিরুদ্ধে সম্পূর্ণ ও দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদান করে।
D) ডটস (DOTS – Directly Observed Treatment, Short-course) যক্ষ্মার চিকিৎসায় ব্যবহৃত একটি কার্যকর পদ্ধতি।
- ক) যক্ষ্মা একটি সংক্রামক রোগ যা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে হয় এবং প্রধানত হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়। (সঠিক)
- খ) যক্ষ্মা প্রধানত ফুসফুসকে (পালমোনারি টিবি) আক্রান্ত করলেও এটি শরীরের অন্যান্য অংশেও (এক্সট্রা-পালমোনারি টিবি) যেমন – লিম্ফ নোড, হাড়, মস্তিষ্ক, কিডনি ইত্যাদিতে হতে পারে। (ভুল)
- গ) বিসিজি টিকা শিশুদের মধ্যে যক্ষ্মার গুরুতর রূপ (যেমন – টিবি মেনিনজাইটিস) প্রতিরোধে সাহায্য করে, কিন্তু প্রাপ্তবয়স্কদের পালমোনারি টিবির বিরুদ্ধে এর কার্যকারিতা সীমিত এবং এটি সম্পূর্ণ বা আজীবন সুরক্ষা দেয় না। (ভুল)
- ঘ) ডটস একটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুমোদিত চিকিৎসা পদ্ধতি যেখানে রোগীকে স্বাস্থ্যকর্মীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ওষুধ খাওয়ানো হয়, যা চিকিৎসার সাফল্য নিশ্চিত করে। (সঠিক)
11. পর্যায় সারণিতে মৌলের তড়িৎ ধনাত্মকতা (Electropositivity) বা ধাতব ধর্ম (Metallic Character) সম্পর্কিত কোন বিবৃতি/গুলি সঠিক?-( CAT-2)
A) কোনো পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ধনাত্মকতা ক্রমশ বৃদ্ধি পায়।
B) কোনো শ্রেণিতে (group) উপর থেকে নীচের দিকে নামলে তড়িৎ ধনাত্মকতা সাধারণত বৃদ্ধি পায়।
C) যে মৌল যত সহজে ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হতে পারে, তার তড়িৎ ধনাত্মকতা তত বেশি।
D) অধাতুগুলি সাধারণত উচ্চ তড়িৎ ধনাত্মকতা প্রদর্শন করে।
- ক) কোনো পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে নিউক্লিয়াসের আধান বৃদ্ধি পায় এবং পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, ফলে ইলেকট্রন বর্জনের প্রবণতা কমে যায়। তাই তড়িৎ ধনাত্মকতা হ্রাস পায়, বৃদ্ধি পায় না। (ভুল)
- খ) কোনো শ্রেণিতে উপর থেকে নীচের দিকে নামলে নতুন ইলেকট্রন কক্ষ যুক্ত হওয়ায় পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায় এবং বহিঃস্থ ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ কমে যায়। ফলে ইলেকট্রন বর্জন করা সহজ হয়, তাই তড়িৎ ধনাত্মকতা বা ধাতব ধর্ম বৃদ্ধি পায়। (সঠিক)
- গ) তড়িৎ ধনাত্মকতা হলো কোনো পরমাণুর ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে (ক্যাটায়ন) পরিণত হওয়ার প্রবণতা। এই প্রবণতা যত বেশি, মৌলটি তত বেশি তড়িৎ ধনাত্মক। (সঠিক)
- ঘ) অধাতুগুলি ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হওয়ার প্রবণতা দেখায়, তাই তারা তড়িৎ ঋণাত্মক (electronegative) হয়, তড়িৎ ধনাত্মক নয়। ধাতুগুলি উচ্চ তড়িৎ ধনাত্মকতা প্রদর্শন করে। (ভুল)
12. পারমাণবিক ব্যাসার্ধ (Atomic Radius) পর্যায় সারণিতে কীভাবে পরিবর্তিত হয় সে সম্পর্কিত কোন বিবৃতি/গুলি সঠিক??-( CAT-2)
A) কোনো পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ সাধারণত বৃদ্ধি পায়।
B) কোনো শ্রেণিতে উপর থেকে নীচের দিকে নামলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়।
C) ক্যাটায়নের ব্যাসার্ধ তার মূল পরমাণুর ব্যাসার্ধের চেয়ে বড় হয়।
D) অ্যানায়নের ব্যাসার্ধ তার মূল পরমাণুর ব্যাসার্ধের চেয়ে ছোট হয়।
- ক) কোনো পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে একই কক্ষে ইলেকট্রন যুক্ত হয় এবং নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা (কার্যকর নিউক্লিয় আধান) বৃদ্ধি পায়। ফলে বহিঃস্থ ইলেকট্রনের উপর আকর্ষণ বাড়ে এবং কক্ষপথ সংকুচিত হয়, তাই পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, বৃদ্ধি পায় না। (ভুল)
- খ) কোনো শ্রেণিতে উপর থেকে নীচের দিকে নামলে প্রতিটি ধাপে একটি করে নতুন ইলেকট্রন কক্ষ (শক্তিস্তর) যুক্ত হয়। এই নতুন কক্ষ যুক্ত হওয়ার প্রভাব নিউক্লিয় আধান বৃদ্ধির প্রভাবের চেয়ে বেশি, তাই পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। (সঠিক)
- গ) ক্যাটায়ন (ধনাত্মক আয়ন) তৈরি হয় যখন পরমাণু এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে। ইলেকট্রন সংখ্যা কমে যাওয়ায় এবং/অথবা বহিঃস্থ কক্ষ অপসারিত হওয়ায় এবং অবশিষ্ট ইলেকট্রনগুলির উপর নিউক্লিয়াসের আকর্ষণ বৃদ্ধি পাওয়ায় ক্যাটায়নের ব্যাসার্ধ তার মূল পরমাণুর চেয়ে ছোট হয়। (ভুল)
- ঘ) অ্যানায়ন (ঋণাত্মক আয়ন) তৈরি হয় যখন পরমাণু এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ইলেকট্রন-ইলেকট্রন বিকর্ষণ বাড়ে এবং নিউক্লিয়াসের কার্যকর আধান কিছুটা কমে যায়, ফলে অ্যানায়নের ব্যাসার্ধ তার মূল পরমাণুর চেয়ে বড় হয়। (ভুল)
13. আয়নীয় বন্ধন (Ionic Bond) ও আয়নীয় যৌগ (Ionic Compound) সম্পর্কিত কোন বিবৃতি/গুলি সঠিক?
A) সাধারণত একটি ধাতু ও একটি অধাতুর মধ্যে ইলেকট্রন আদান-প্রদানের (সম্পূর্ণ স্থানান্তর) মাধ্যমে আয়নীয় বন্ধন গঠিত হয়।
B) আয়নীয় যৌগগুলি কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবাহী হয়।
C) আয়নীয় যৌগগুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সাধারণত কম হয়।
D) সোডিয়াম ক্লোরাইড (NaCl) একটি আদর্শ আয়নীয় যৌগের উদাহরণ।
- ক) তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু (যেমন গ্রুপ ১ ও ২ এর মৌল) ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন এবং তীব্র তড়িৎ ঋণাত্মক অধাতু (যেমন গ্রুপ ১৬ ও ১৭ এর মৌল) সেই ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন গঠন করে। এই বিপরীত আধানযুক্ত আয়নগুলির মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে আয়নীয় বন্ধন তৈরি হয়। (সঠিক)
- খ) কঠিন অবস্থায় আয়নীয় যৌগগুলিতে আয়নগুলি নির্দিষ্ট স্থানে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, তাই চলাচল করতে পারে না এবং বিদ্যুৎ পরিবহন করে না। তবে গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় আয়নগুলি চলাচল করতে সক্ষম হওয়ায় বিদ্যুৎ পরিবহন করে। (ভুল)
- গ) আয়নীয় যৌগগুলিতে ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে শক্তিশালী স্থির তড়িৎ আকর্ষণ বল (আয়নীয় বন্ধন) বিদ্যমান থাকায় এদেরকে পৃথক করতে বেশি শক্তির প্রয়োজন হয়। তাই এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সাধারণত খুব উচ্চ হয়। (ভুল)
- ঘ) সোডিয়াম (Na, ধাতু) একটি ইলেকট্রন ত্যাগ করে Na+ আয়নে এবং ক্লোরিন (Cl, অধাতু) সেই ইলেকট্রন গ্রহণ করে Cl- আয়নে পরিণত হয়। এই দুই আয়নের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণে NaCl যৌগ গঠিত হয়, যা একটি আদর্শ আয়নীয় যৌগ। (সঠিক)
14. তড়িৎ বিশ্লেষণ (Electrolysis) প্রক্রিয়া সম্পর্কিত কোন বিবৃতি/গুলি সঠিক? ( CAT-2)
A) তড়িৎ বিশ্লেষণ একটি প্রক্রিয়া যেখানে তড়িৎ প্রবাহ ব্যবহার করে কোনো যৌগের রাসায়নিক বিয়োজন ঘটানো হয়।
B) যে সমস্ত পদার্থ গলিত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত হয়ে আয়ন উৎপন্ন করে এবং তড়িৎ পরিবহন করে, তাদের তড়িৎ বিশ্লেষ্য (electrolyte) বলে।
C) তড়িৎ বিশ্লেষণে অ্যানোড হলো ধনাত্মক তড়িৎদ্বার এবং ক্যাথোড হলো ঋণাত্মক তড়িৎদ্বার।
D) তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি সর্বদা সমযোজী যৌগ হয়।
- ক) তড়িৎ বিশ্লেষণ হলো একটি তড়িৎ-রাসায়নিক প্রক্রিয়া, যেখানে তড়িৎ শক্তির প্রভাবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করে পদার্থটির রাসায়নিক পরিবর্তন (সাধারণত বিয়োজন) ঘটানো হয়। (সঠিক)
- খ) তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি (যেমন – অ্যাসিড, ক্ষার, লবণ) গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত হয়ে আয়নে (ক্যাটায়ন ও অ্যানায়ন) বিয়োজিত হয় এবং এই মুক্ত আয়নগুলির চলাচলের মাধ্যমে তড়িৎ পরিবহন করে। (সঠিক)
- গ) তড়িৎ রাসায়নিক কোষে (যেমন তড়িৎ বিশ্লেষণ কোষে), যে তড়িৎদ্বারটি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে তাকে অ্যানোড (Anode) বলে এবং যেটি ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে তাকে ক্যাথোড (Cathode) বলে। (সঠিক)
- ঘ) তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি প্রধানত আয়নীয় যৌগ (যেমন NaCl, CuSO₄) অথবা তীব্র পোলার সমযোজী যৌগ (যেমন HCl, H₂SO₄) যা জলে দ্রবীভূত হয়ে আয়ন উৎপন্ন করে। সকল সমযোজী যৌগ তড়িৎ বিশ্লেষ্য নয় (যেমন – চিনি, অ্যালকোহল)। (ভুল)
15. তড়িৎ বিশ্লেষণের সময় সংঘটিত জারণ-বিজারণ (Oxidation-Reduction) বিক্রিয়া সম্পর্কে নীচের কোন তথ্য/গুলি সঠিক? ( CAT-2)
A) ক্যাথোডে সর্বদা বিজারণ (Reduction) বিক্রিয়া ঘটে।
B) অ্যানোডে সর্বদা জারণ (Oxidation) বিক্রিয়া ঘটে।
C) ক্যাটায়নগুলি (ধনাত্মক আয়ন) অ্যানোডের দিকে আকৃষ্ট হয় এবং ইলেকট্রন বর্জন করে জারিত হয়।
D) অ্যানায়নগুলি (ঋণাত্মক আয়ন) ক্যাথোডের দিকে আকৃষ্ট হয় এবং ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়।
- ক) ক্যাথোড (ঋণাত্মক তড়িৎদ্বার) থেকে ক্যাটায়নগুলি (ধনাত্মক আয়ন) ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন গ্রহণ করাকে বিজারণ বলে। সুতরাং, ক্যাথোডে বিজারণ ঘটে। (সRICKS)
- খ) অ্যানোড (ধনাত্মক তড়িৎদ্বার) অ্যানায়নগুলিকে (ঋণাত্মক আয়ন) আকর্ষণ করে অথবা অ্যানোডের উপাদান নিজেই ইলেকট্রন বর্জন করে। ইলেকট্রন বর্জন করাকে জারণ বলে। সুতরাং, অ্যানোডে জারণ ঘটে। (সRICKS)
- গ) ক্যাটায়নগুলি (ধনাত্মক আয়ন) ঋণাত্মক তড়িৎদ্বার ক্যাথোডের দিকে আকৃষ্ট হয় এবং সেখান থেকে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়, জারিত হয় না। (ভুল)
- ঘ) অ্যানায়নগুলি (ঋণাত্মক আয়ন) ধনাত্মক তড়িৎদ্বার অ্যানোডের দিকে আকৃষ্ট হয় এবং সেখানে ইলেকট্রন বর্জন করে জারিত হয়, বিজারিত হয় না। (ভুল)
16. মানবদেহের দীর্ঘতম অস্থি কোনটি?
A) হিউমেরাসB) টিবিয়াC) ফিমারD) কশেরুকা
- সঠিক উত্তর (C): ফিমার বা ঊর্বাস্থি হলো মানবদেহের সবচেয়ে দীর্ঘ, শক্তিশালী এবং ভারী অস্থি। এটি ঊরুতে অবস্থিত এবং নিতম্ব সন্ধি থেকে হাঁটু সন্ধি পর্যন্ত বিস্তৃত।
- ভুল বিকল্প (A): হিউমেরাস হলো ঊর্ধ্ব বাহুর অস্থি, এটি ফিমারের চেয়ে ছোট।
- ভুল বিকল্প (B): টিবিয়া হলো পায়ের নীচের অংশের (শিন) প্রধান অস্থি, এটিও ফিমারের চেয়ে ছোট।
- ভুল বিকল্প (D): কশেরুকা হলো মেরুদণ্ডের অংশ গঠনকারী ছোট ছোট অস্থি, যা দৈর্ঘ্যে ফিমারের কাছাকাছিও নয়।
17. পেশীকে অস্থির সাথে যুক্ত রাখে কোন গঠন?
A) লিগামেন্টB) টেন্ডনC) তরুণাস্থিD) সাইনোভিয়াল ফ্লুইড
- সঠিক উত্তর (B): টেন্ডন হলো একটি শক্ত, নমনীয় যোজক কলা যা পেশীকে অস্থির সাথে সংযুক্ত করে। পেশী সংকোচনের ফলে টেন্ডনের মাধ্যমে অস্থির উপর টান পড়ে এবং অঙ্গ সঞ্চালিত হয়।
- ভুল বিকল্প (A): লিগামেন্ট একটি অস্থিকে অন্য অস্থির সাথে যুক্ত করে সন্ধিকে স্থিতিশীল রাখে।
- ভুল বিকল্প (C): তরুণাস্থি হলো এক প্রকার যোজক কলা যা অস্থির প্রান্তভাগ আবৃত করে এবং সন্ধিতে ঘর্ষণ কমায়।
- ভুল বিকল্প (D): সাইনোভিয়াল ফ্লুইড হলো সন্ধির গহ্বরে থাকা পিচ্ছিলকারক তরল যা ঘর্ষণ হ্রাস করে।
18. হাঁটুকে প্রসারিত করতে (extend) প্রধানত কোন পেশী সাহায্য করে?
A) বাইসেপস ফেমোরিসB) কোয়াড্রিসেপস ফেমোরিসC) গ্যাস্ট্রোকনেমিয়াসD) ডেলটয়েড
-
- সঠিক উত্তর (B): কোয়াড্রিসেপস ফেমোরিস ঊরুর সম্মুখভাগে অবস্থিত চারটি পেশীর একটি গুচ্ছ, যা হাঁটুকে প্রসারিত করার প্রধান কাজ করে।
- ভুল বিকল্প (A): বাইসেপস ফেমোরিস (হ্যামস্ট্রিং পেশী গোষ্ঠীর অংশ) হাঁটুকে ভাঁজ করতে (flex) সাহায্য করে।
- ভুল বিকল্প (C): গ্যাস্ট্রোকনেমিয়াস (কাফ মাসল) পায়ের পাতাকে নীচের দিকে বাঁকাতে (প্ল্যান্টারফ্লেক্সন) সাহায্য করে।
- ভুল বিকল্প (D): ডেলটয়েড পেশী কাঁধের উপরে অবস্থিত এবং বাহুকে দেহ থেকে দূরে সরাতে (abduction) সাহায্য করে।
19. কনুই ও হাঁটুর সন্ধি কোন প্রকারের?
A) বল ও সকেট সন্ধিB) হিঞ্জ সন্ধিC) পিভট সন্ধিD) স্যাডল সন্ধি
- সঠিক উত্তর (B): হিঞ্জ সন্ধি (কব্জা সন্ধি) কেবল একটি তলে (সাধারণত ভাঁজ এবং প্রসারণ) চলাচলে সাহায্য করে, যেমন দরজার কব্জা। কনুই এবং হাঁটু এই ধরনের সন্ধির উদাহরণ।
- ভুল বিকল্প (A): বল ও সকেট সন্ধি (যেমন- নিতম্ব ও কাঁধের সন্ধি) বিভিন্ন তলে ব্যাপক মাত্রায় অঙ্গ সঞ্চালনে সাহায্য করে।
- ভুল বিকল্প (C): পিভট সন্ধি একটি অস্থির অক্ষের চারপাশে অন্য অস্থির ঘূর্ণনে সাহায্য করে (যেমন- কশেরুকার অ্যাটলাস ও অ্যাক্সিসের মধ্যে সন্ধি)।
- ভুল বিকল্প (D): স্যাডল সন্ধি দুটি তলে চলাচল করতে দেয় (যেমন- বৃদ্ধাঙ্গুষ্ঠের কার্পোমেটাকারপাল সন্ধি)।
20. মানবদেহের বৃহত্তম পেশী কোনটি?
A) সার্টোরিয়াসB) গ্লুটিয়াস ম্যাক্সিমাসC) ল্যাটিসিমাস ডরসিD) ট্র্যাপিজিয়াস
- সঠিক উত্তর (B): গ্লুটিয়াস ম্যাক্সিমাস নিতম্বের প্রধান পেশী এবং এটি মানবদেহের বৃহত্তম পেশী। এটি ঊরুকে প্রসারিত (extension) করতে এবং বাইরের দিকে ঘোরাতে (external rotation) সাহায্য করে, যা দাঁড়ানো, হাঁটা এবং দৌড়ানোর জন্য গুরুত্বপূর্ণ।
- ভুল বিকল্প (A): সার্টোরিয়াস মানবদেহের দীর্ঘতম পেশী, কিন্তু বৃহত্তম নয়। এটি ঊরুকে আড়াআড়িভাবে অতিক্রম করে।
- ভুল বিকল্প (C): ল্যাটিসিমাস ডরসি পিঠের একটি বড় পেশী, কিন্তু গ্লুটিয়াস ম্যাক্সিমাসের চেয়ে ছোট।
- ভুল বিকল্প (D): ট্র্যাপিজিয়াস পিঠের উপরের অংশে ও ঘাড়ে অবস্থিত একটি বড় পেশী, কিন্তু গ্লুটিয়াস ম্যাক্সিমাসের চেয়ে ছোট।
21. বাইসেপস ও ট্রাইসেপস পেশীদ্বয় একে অপরের সাপেক্ষে কীভাবে কাজ করে?
A) সিনারজিস্টিক (Synergistic)B) অ্যাগোনিস্ট (Agonist only)C) অ্যান্টাগনিস্টিক (Antagonistic)D) ফিক্সেটর (Fixator)
- সঠিক উত্তর (C): অ্যান্টাগনিস্টিক পেশী জোড়া বিপরীতমুখী কাজ করে। বাইসেপস কনুইকে ভাঁজ করে (ফ্লেক্সন), যখন ট্রাইসেপস কনুইকে প্রসারিত করে (এক্সটেনশন)। একটি সংকুচিত হলে অন্যটি প্রসারিত হয়।
- ভুল বিকল্প (A): সিনারজিস্টিক পেশীগুলো একই কাজ করতে বা অ্যাগোনিস্ট পেশীকে সাহায্য করতে একসাথে কাজ করে।
- ভুল বিকল্প (B): অ্যাগোনিস্ট হলো প্রধান পেশী যা একটি নির্দিষ্ট গতি তৈরি করে। বাইসেপস ফ্লেক্সনের জন্য অ্যাগোনিস্ট, কিন্তু ট্রাইসেপসের সাপেক্ষে এটি অ্যান্টাগনিস্ট।
- ভুল বিকল্প (D): ফিক্সেটর পেশীগুলো একটি অস্থি বা অঙ্গকে স্থির রাখে যাতে অন্য পেশীগুলো কার্যকরভাবে কাজ করতে পারে।
22. কাঁধের সন্ধি কোন ধরনের সন্ধি?
A) হিঞ্জ সন্ধিB) পিভট সন্ধিC) বল ও সকেট সন্ধিD) প্লেন সন্ধি
- সঠিক উত্তর (C): কাঁধের সন্ধি (গ্লেনোহিউমেরাল সন্ধি) একটি বল ও সকেট সন্ধি। এখানে হিউমেরাসের গোলাকার মাথা স্ক্যাপুলার গ্লেনয়েড গহ্বরে যুক্ত থাকে, যা বিভিন্ন দিকে ব্যাপক সঞ্চালনের সুযোগ দেয়।
- ভুল বিকল্প (A): হিঞ্জ সন্ধি কেবল একটি তলে চলাচল করতে দেয় (যেমন কনুই)।
- ভুল বিকল্প (B): পিভট সন্ধি ঘূর্ণন গতি প্রদান করে (যেমন ঘাড়ের উপরের অংশে)।
- ভুল বিকল্প (D): প্লেন সন্ধি (বা গ্লাইডিং সন্ধি) সামান্য পিছলে যাওয়া বা গ্লাইডিং মুভমেন্ট করতে দেয় (যেমন কার্পাল অস্থিগুলির মধ্যে)।
23. মানবদেহের কোন পেশীটিকে ‘দীর্ঘতম পেশী’ বলা হয়?
A) গ্লুটিয়াস ম্যাক্সিমাসB) সার্টোরিয়াসC) কোয়াড্রিসেপস ফেমোরিসD) বাইসেপস ব্র্যাকাই
- সঠিক উত্তর (C): সার্টোরিয়াস পেশীটি মানবদেহের দীর্ঘতম পেশী। এটি ঊরুর সম্মুখ ও ভেতরের দিক দিয়ে নিতম্বের অস্থি থেকে টিবিয়ার উপরের অংশ পর্যন্ত বিস্তৃত।
- ভুল বিকল্প (A): গ্লুটিয়াস ম্যাক্সিমাস মানবদেহের বৃহত্তম পেশী।
- ভুল বিকল্প (B): কোয়াড্রিসেপস ফেমোরিস একটি শক্তিশালী পেশীগুচ্ছ, কিন্তু সার্টোরিয়াসের মতো দীর্ঘ নয়।
- ভুল বিকল্প (D): বাইসেপস ব্র্যাকাই ঊর্ধ্ববাহুর পেশী, দৈর্ঘ্যে সার্টোরিয়াসের চেয়ে অনেক কম।
24. অঙ্গকে দেহের মধ্যরেখা থেকে দূরে সরানোকে কী বলে?
A) অ্যাডাকশন (Adduction)B) অ্যাবডাকশন (Abduction)C) ফ্লেক্সন (Flexion)D) এক্সটেনশন (Extension)
- সঠিক উত্তর (B): অ্যাবডাকশন হলো দেহের মধ্যরেখা থেকে কোনো অঙ্গকে (যেমন বাহু বা পা) দূরে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া।
- ভুল বিকল্প (A): অ্যাডাকশন হলো অ্যাবডাকশনের বিপরীত; অর্থাৎ অঙ্গকে দেহের মধ্যরেখার দিকে নিয়ে আসা।
- ভুল বিকল্প (C): ফ্লেক্সন হলো সন্ধিকে ভাঁজ করা বা দুটি অস্থির মধ্যবর্তী কোণ কমানো।
- ভুল বিকল্প (D): এক্সটেনশন হলো সন্ধিকে প্রসারিত করা বা দুটি অস্থির মধ্যবর্তী কোণ বাড়ানো।
25. গমনের সময় শরীরের ভর বহনে প্রধান ভূমিকা পালন করে নিম্নের কোন অস্থি?
A) হাতের আঙুলের অস্থি (Phalanges of hand)B) পায়ের টিবিয়া ও ফিমারC) স্ক্যাপুলা (Scapula)D) ক্লাভিকল (Clavicle)
- সঠিক উত্তর (B): হাঁটা বা দৌড়ানোর সময় শরীরের সম্পূর্ণ ওজন প্রধানত পায়ের বড় অস্থি যেমন ফিমার (ঊর্বাস্থি) এবং টিবিয়া (পায়ের নীচের মোটা অস্থি) বহন করে।
- ভুল বিকল্প (A): হাতের আঙুলের অস্থি কোনো বস্তু ধরতে সাহায্য করে, কিন্তু শরীরের ভর বহনে প্রধান ভূমিকা রাখে না।
- ভুল বিকল্প (C): স্ক্যাপুলা বা কাঁধের ফলক কাঁধের চক্রের অংশ এবং বাহুর সঞ্চালনে সাহায্য করে।
- ভুল বিকল্প (D): ক্লাভিকল বা কণ্ঠাস্থি কাঁধকে বুকের সাথে যুক্ত করে, কিন্তু প্রধান ভর বহনকারী অস্থি নয়।
26. রক্তের পরিশ্রাবণ বা আল্ট্রাফিলট্রেশন প্রক্রিয়াটি নেফ্রনের কোন অংশে ঘটে?
A) হেনলির লুপB) গ্লোমেরুলাস ও বোম্যান্স ক্যাপসুলC) সংগ্রাহী নালিকাD) নিকটবর্তী সংবর্ত নালিকা (PCT)
- সঠিক উত্তর (B): গ্লোমেরুলাস (একগুচ্ছ রক্তজালক) এবং বোম্যান্স ক্যাপসুল (পেয়ালাকৃতির গঠন) একত্রে ম্যালপিজিয়ান করপাসল গঠন করে, যেখানে উচ্চ রক্তচাপের প্রভাবে রক্ত থেকে জল, লবণ, গ্লুকোজ, ইউরিয়া ইত্যাদি পরিস্রুত হয়ে বোম্যান্স ক্যাপসুলে প্রবেশ করে। এই প্রক্রিয়াকে আল্ট্রাফিলট্রেশন বলে।
- ভুল বিকল্প (A): হেনলির লুপ জল ও লবণের পুনঃশোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- ভুল বিকল্প (C): সংগ্রাহী নালিকা একাধিক নেফ্রন থেকে মূত্র সংগ্রহ করে এবং মূত্রকে আরও ঘন করে।
- ভুল বিকল্প (D): নিকটবর্তী সংবর্ত নালিকা (PCT) তে প্রয়োজনীয় পদার্থের (যেমন গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, জল, লবণ) ব্যাপক পুনঃশোষণ ঘটে।
27. মানবদেহে ইউরিয়া প্রধানত কোথায় সংশ্লেষিত হয়?
A) বৃক্কেB) অগ্ন্যাশয়েC) প্লীহাতেD) যকৃতে
- সঠিক উত্তর (D): যকৃতে অর্নিথিন চক্রের (Urea cycle) মাধ্যমে অ্যামোনিয়া (যা প্রোটিন বিপাকের ফলে উৎপন্ন হয়) এবং কার্বন ডাইঅক্সাইড থেকে ইউরিয়া সংশ্লেষিত হয়। এই ইউরিয়া রক্তের মাধ্যমে বৃক্কে পৌঁছায় এবং মূত্রের সাথে দেহ থেকে নির্গত হয়।
- ভুল বিকল্প (A): বৃক্ক ইউরিয়া নিষ্কাশন করে, সংশ্লেষণ করে না।
- ভুল বিকল্প (C): প্লীহা রক্ত কণিকা ধ্বংস এবং রোগ প্রতিরোধে ভূমিকা রাখে।
- ভুল বিকল্প (B): অগ্ন্যাশয় পাচক রস এবং হরমোন (যেমন ইনসুলিন) ক্ষরণ করে।
28. অ্যান্টিডিউরেটিক হরমোন (ADH) বা ভ্যাসোপ্রেসিন প্রধানত কী কাজ করে?
A) গ্লুকোজের পুনঃশোষণ বাড়ায়B) সোডিয়ামের পুনঃশোষণ বাড়ায়C) জলের পুনঃশোষণ বাড়ায়D) ইউরিয়া নিঃসরণ কমায়
- সঠিক উত্তর (C): ADH বা ভ্যাসোপ্রেসিন পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং নেফ্রনের দূরবর্তী সংবর্ত নালিকা (DCT) ও সংগ্রাহী নালিকার প্রাচীরের ভেদ্যতা জলের প্রতি বৃদ্ধি করে। এর ফলে বেশি পরিমাণে জল পুনঃশোষিত হয় এবং মূত্র ঘন হয়, দেহে জলের ভারসাম্য বজায় থাকে।
- ভুল বিকল্প (A): গ্লুকোজের পুনঃশোষণ মূলত PCT-তে ঘটে এবং এটি ADH দ্বারা নিয়ন্ত্রিত হয় না।
- ভুল বিকল্প (B): সোডিয়ামের পুনঃশোষণ প্রধানত অ্যালডোস্টেরন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- ভুল বিকল্প (D): ADH সরাসরি ইউরিয়া নিঃসরণ কমায় না, তবে জলের পুনঃশোষণের মাধ্যমে মূত্রে ইউরিয়ার ঘনত্ব বাড়াতে পারে।
29. নেফ্রনের কোন অংশে সর্বাধিক পরিমাণে প্রয়োজনীয় পদার্থের পুনঃশোষণ (selective reabsorption) ঘটে?
A) গ্লোমেরুলাসB) হেনলির লুপC) দূরবর্তী সংবর্ত নালিকা (DCT)D) নিকটবর্তী সংবর্ত নালিকা (PCT)
-
- সঠিক উত্তর (D): নিকটবর্তী সংবর্ত নালিকাতে (Proximal Convoluted Tubule – PCT) প্রায় ৬৫-৭০% জল, প্রায় ১০০% গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড এবং বেশিরভাগ লবণ (সোডিয়াম, পটাশিয়াম, বাইকার্বোনেট) সক্রিয় ও নিষ্ক্রিয় পদ্ধতিতে পুনঃশোষিত হয়।
- ভুল বিকল্প (A): গ্লোমেরুলাসে পরিশ্রাবণ ঘটে, পুনঃশোষণ নয়।
- ভুল বিকল্প (B): হেনলির লুপে জল ও লবণের পুনঃশোষণ ঘটে, যা মূত্রকে ঘন করতে সাহায্য করে, কিন্তু PCT-এর মতো ব্যাপক নয়।
- ভুল বিকল্প (C): দূরবর্তী সংবর্ত নালিকা (DCT) তে শর্তসাপেক্ষে জল ও লবণের পুনঃশোষণ এবং কিছু পদার্থের ক্ষরণ ঘটে।
30. বৃক্কের বাইরের দিকের স্তরটিকে কী বলা হয়?
A) মেডুলাB) কর্টেক্সC) পেলভিসD) হাইলাম
- সঠিক উত্তর (B): বৃক্ককে লম্বচ্ছেদ করলে দুটি প্রধান অঞ্চল দেখা যায়। বাইরের দিকের গাঢ় বর্ণের স্তরটি হলো রেনাল কর্টেক্স এবং ভেতরের দিকের হালকা বর্ণের স্তরটি হলো রেনাল মেডুলা।
- ভুল বিকল্প (A): মেডুলা হলো বৃক্কের ভেতরের স্তর।
- ভুল বিকল্প (C): রেনাল পেলভিস হলো বৃক্কের ভেতরের দিকে একটি ফানেল আকৃতির গহ্বর যেখানে মূত্র সংগৃহীত হয়ে গবিনীতে প্রবেশ করে।
- ভুল বিকল্প (D): হাইলাম হলো বৃক্কের অবতল অংশের খাঁজ, যার মধ্য দিয়ে রেনাল ধমনী, শিরা, লসিকা বাহিকা, স্নায়ু এবং গবিনী প্রবেশ ও প্রস্থান করে।
31. বৃক্ক সম্পূর্ণরূপে অকার্যকর হয়ে গেলে কৃত্রিম উপায়ে রক্ত পরিশোধনের পদ্ধতিকে কী বলে?
A) বায়োপসিB) এনজিওপ্লাস্টিC) ডায়ালাইসিসD) কেমোথেরাপি
- সঠিক উত্তর (C): ডায়ালাইসিস একটি চিকিৎসা পদ্ধতি যেখানে একটি কৃত্রিম যন্ত্রের (হিমোডায়ালাইজার বা কৃত্রিম বৃক্ক) সাহায্যে অথবা পেরিটোনিয়াল ডায়ালাইসিসের মাধ্যমে রক্ত থেকে বর্জ্য পদার্থ, অতিরিক্ত লবণ এবং জল অপসারণ করা হয়, যখন নিজের বৃক্ক এই কাজ করতে ব্যর্থ হয়।
- ভুল বিকল্প (A): বায়োপসি হলো রোগ নির্ণয়ের জন্য দেহ থেকে কলা বা কোষের নমুনা সংগ্রহ ও পরীক্ষা।
- ভুল বিকল্প (B): এনজিওপ্লাস্টি হলো সংকীর্ণ বা ব্লক হয়ে যাওয়া রক্তনালীকে প্রশস্ত করার একটি পদ্ধতি।
- ভুল বিকল্প (D): কেমোথেরাপি হলো ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ প্রয়োগের পদ্ধতি।
32. মূত্রের স্বাভাবিক হালকা হলুদ বর্ণের জন্য দায়ী রঞ্জক পদার্থ কোনটি?
A) বিলিরুবিনB) হিমোগ্লোবিনC) ইউরোক্রোম (বা ইউরোবিলিন)D) মেলানিন
- সঠিক উত্তর (C): ইউরোক্রোম বা ইউরোবিলিন হলো একটি পীত বর্ণের রঞ্জক পদার্থ যা হিমোগ্লোবিনের ভাঙনের ফলে (বিশেষত ইউরোবিলিনোজেন থেকে) উৎপন্ন হয় এবং বৃক্কের মাধ্যমে মূত্রের সাথে নির্গত হয়ে মূত্রকে হালকা হলুদ বর্ণ প্রদান করে।
- ভুল বিকল্প (A): বিলিরুবিন একটি পিত্তরঞ্জক, যা মলের বর্ণ সৃষ্টি করে। মূত্রে এর অধিক উপস্থিতি জন্ডিস নির্দেশ করে।
- ভুল বিকল্প (B): হিমোগ্লোবিন লোহিত রক্ত কণিকায় থাকা অক্সিজেন বহনকারী প্রোটিন। মূত্রে এর উপস্থিতি অস্বাভাবিক।
- ভুল বিকল্প (D): মেলানিন ত্বক, চুল ও চোখের বর্ণ সৃষ্টিকারী রঞ্জক।
33. অ্যালডোস্টেরন হরমোন প্রধানত কোন খনিজ লবণের পুনঃশোষণে সাহায্য করে?
A) সোডিয়াম (Na+)B) ক্যালসিয়াম (Ca2+)C) পটাশিয়াম (K+)D) ম্যাগনেসিয়াম (Mg2+)
- সঠিক উত্তর (A): অ্যালডোস্টেরন অ্যাড্রিনাল কর্টেক্স থেকে নিঃসৃত একটি হরমোন। এটি নেফ্রনের দূরবর্তী সংবর্ত নালিকা (DCT) এবং সংগ্রাহী নালিকা থেকে সোডিয়াম (Na+) ও জলের পুনঃশোষণ বাড়ায় এবং পটাশিয়াম (K+) ও হাইড্রোজেন (H+) আয়নের নিঃসরণ বৃদ্ধি করে। এর ফলে রক্তচাপ ও রক্তের আয়তন নিয়ন্ত্রণে সাহায্য হয়।
- ভুল বিকল্প (C): অ্যালডোস্টেরন পটাশিয়ামের নিঃসরণ বাড়ায়, পুনঃশোষণ নয়।
- ভুল বিকল্প (B), (D): ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের পুনঃশোষণ প্রধানত অন্যান্য হরমোন (যেমন প্যারাথাইরয়েড হরমোন, ভিটামিন ডি) দ্বারা প্রভাবিত হয়।
34. বৃক্কের যে ফানেল-আকৃতির প্রশস্ত গহ্বরে সংগ্রাহী নালিকাগুলি উন্মুক্ত হয় এবং যা থেকে গবিনীর উৎপত্তি হয়, তাকে কী বলে?
A) রেনাল কর্টেক্সB) রেনাল মেডুলাC) রেনাল পেলভিসD) রেনাল ক্যালিক্স
- সঠিক উত্তর (C): রেনাল পেলভিস হলো বৃক্কের ভেতরের দিকে একটি ফানেলের মতো প্রশস্ত গহ্বর। মেডুলারি পিরামিড থেকে উৎপন্ন সংগ্রাহী নালিকাগুলি প্রথমে মাইনর ক্যালিক্স, তারপর মেজর ক্যালিক্সে উন্মুক্ত হয় এবং সবশেষে এই ক্যালিক্সগুলি মিলিত হয়ে রেনাল পেলভিস গঠন করে। পেলভিস থেকে গবিনী (ইউরেটার) শুরু হয়।
- ভুল বিকল্প (A): রেনাল কর্টেক্স বৃক্কের বাইরের স্তর।
- ভুল বিকল্প (B): রেনাল মেডুলা বৃক্কের ভেতরের স্তর, যেখানে পিরামিড থাকে।
- ভুল বিকল্প (D): রেনাল ক্যালিক্স (মেজর ও মাইনর) হলো ছোট কাপ-আকৃতির গঠন যা পেলভিসের সাথে যুক্ত।
35. ক্রিয়েটিনিন নামক রেচন পদার্থটি প্রধানত কোথা থেকে উৎপন্ন হয়?
A) প্রোটিন বিপাক থেকেB) কার্বোহাইড্রেট বিপাক থেকেC) ফ্যাট বিপাক থেকেD) পেশীর ক্রিয়েটিন ফসফেটের ভাঙন থেকে
- সঠিক উত্তর (D): ক্রিয়েটিনিন হলো পেশী কোষে শক্তির উৎস হিসেবে ব্যবহৃত ক্রিয়েটিন ফসফেটের স্বাভাবিক বিপাকীয় উপজাত (byproduct)। এটি রক্তে একটি নির্দিষ্ট হারে উৎপন্ন হয় এবং বৃক্কের মাধ্যমে নিষ্কাশিত হয়। রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বৃক্কের কার্যকারিতা নির্দেশ করে।
- ভুল বিকল্প (A): প্রোটিন বিপাক থেকে প্রধানত ইউরিয়া (এবং অ্যামোনিয়া) উৎপন্ন হয়।
- ভুল বিকল্প (B): কার্বোহাইড্রেট বিপাক থেকে কার্বন ডাইঅক্সাইড ও জল উৎপন্ন হয়।
- ভুল বিকল্প (C): ফ্যাট বিপাক থেকে কিটোন বডি (অতিরিক্ত হলে) এবং কার্বন ডাইঅক্সাইড ও জল উৎপন্ন হয়।
36. বিসিজি (BCG) টিকা কোন জীবাণুর দুর্বলকৃত (attenuated) রূপ ব্যবহার করে তৈরি করা হয়?
A) মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি (Mycobacterium leprae)B) মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস (Mycobacterium tuberculosis)C) মাইকোব্যাকটেরিয়াম বোভিস (Mycobacterium bovis)D) ক্লস্ট্রিডিয়াম টিটানি (Clostridium tetani)
- সঠিক উত্তর (C): বিসিজি (ব্যাসিলাস ক্যালমেট-গুয়েরিন) টিকা মাইকোব্যাকটেরিয়াম বোভিস নামক গরুর যক্ষ্মার জীবাণুর একটি দুর্বলকৃত স্ট্রেইন ব্যবহার করে তৈরি করা হয়, যা মানবদেহে যক্ষ্মার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে।
- ভুল বিকল্প (A): মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি কুষ্ঠ রোগের জীবাণু।
- ভুল বিকল্প (B): মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস মানুষের যক্ষ্মার প্রধান জীবাণু, তবে বিসিজি টিকাতে এর দুর্বলকৃত স্ট্রেইন সরাসরি ব্যবহৃত হয় না, বরং M. bovis ব্যবহৃত হয়।
- ভুল বিকল্প (D): ক্লস্ট্রিডিয়াম টিটানি টিটেনাস রোগের জীবাণু।
37. ওরাল পোলিও ভ্যাকসিন (OPV) কোন ধরনের ভাইরাস ব্যবহার করে তৈরি?
A) মৃত পোলিও ভাইরাসB) জীবন্ত দুর্বলকৃত পোলিও ভাইরাসC) পোলিও ভাইরাসের টক্সয়েডD) পোলিও ভাইরাসের সাবইউনিট
- সঠিক উত্তর (B): ওরাল পোলিও ভ্যাকসিন (OPV) জীবন্ত কিন্তু দুর্বলকৃত (attenuated) পোলিও ভাইরাস ব্যবহার করে তৈরি করা হয়। এই ভাইরাসগুলি দেহে সংখ্যাবৃদ্ধি করতে পারে এবং প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে, কিন্তু সাধারণত মারাত্মক রোগ সৃষ্টি করে না।
- ভুল বিকল্প (A): মৃত পোলিও ভাইরাস ইনজেকটেবল পোলিও ভ্যাকসিন (IPV) তৈরিতে ব্যবহৃত হয়।
- ভুল বিকল্প (C), (D): পোলিও টক্সয়েড বা সাবইউনিট ভ্যাকসিন প্রচলিত নয়।
38. অ্যান্টিবডির কোন অংশটি অ্যান্টিজেনের সাথে আবদ্ধ হয়?
A) Fc অঞ্চল (Fragment crystallizable region)B) Fab অঞ্চলের ভ্যারিয়েবল অংশ (Variable region of Fab)C) কনস্ট্যান্ট অঞ্চল (Constant region)D) হিঞ্জ অঞ্চল (Hinge region)
-
- সঠিক উত্তর (B): অ্যান্টিবডির ‘Y’ আকৃতির দুটি বাহুর প্রান্তভাগকে Fab (Fragment antigen-binding) অঞ্চল বলে। এই Fab অঞ্চলের একেবারে শীর্ষে থাকা ভ্যারিয়েবল বা পরিবর্তনশীল অংশটি অ্যান্টিজেনের নির্দিষ্ট এপিটোপের সাথে আবদ্ধ হয়। এই অংশটিকে প্যারাটোপও বলে।
- ভুল বিকল্প (A): Fc অঞ্চল অ্যান্টিবডির কান্ডের অংশ, যা বিভিন্ন কোষীয় রিসেপ্টর ও কমপ্লিমেন্ট সিস্টেমের সাথে যুক্ত হয়।
- ভুল বিকল্প (C): কনস্ট্যান্ট বা ধ্রুবক অঞ্চল অ্যান্টিবডির শ্রেণী নির্ধারণ করে এবং এর গঠন বজায় রাখে।
- ভুল বিকল্প (D): হিঞ্জ অঞ্চল অ্যান্টিবডির দুটি Fab অংশকে নমনীয়তা প্রদান করে।
39. মানবদেহে সর্বাধিক পরিমাণে উপস্থিত অ্যান্টিবডি কোনটি?
A) IgAB) IgEC) IgGD) IgM
- সঠিক উত্তর (C): IgG (ইমিউনোগ্লোবিউলিন জি) হলো সিরাম বা রক্তের অ্যান্টিবডিগুলির মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে (প্রায় ৭৫-৮০%) উপস্থিত অ্যান্টিবডি। এটি অমরা (placenta) অতিক্রম করতে পারে এবং ভ্রূণকে প্যাসিভ ইমিউনিটি প্রদান করে।
- ভুল বিকল্প (A): IgA প্রধানত শ্লেষ্মা ঝিল্লি (mucosal surfaces) এবং নিঃসরণে (লালা, দুধ, চোখের জল) পাওয়া যায়।
- ভুল বিকল্প (B): IgE অ্যালার্জি প্রতিক্রিয়া এবং পরজীবী সংক্রমণের সাথে যুক্ত।
- ভুল বিকল্প (D): IgM প্রাথমিক ইমিউন প্রতিক্রিয়ার সময় উৎপন্ন প্রধান অ্যান্টিবডি এবং এটি একটি পেন্টামার (পাঁচটি ইউনিট)।
40. মায়ের দুধের মাধ্যমে শিশু প্রধানত কোন অ্যান্টিবডি লাভ করে?
A) IgGB) IgEC) IgMD) IgA
- সঠিক উত্তর (D): IgA (বিশেষত সেক্রেটরি IgA) মায়ের দুধের (বিশেষত কোলোস্ট্রাম বা প্রথম দুধ) একটি প্রধান উপাদান। এটি শিশুর পরিপাকতন্ত্র এবং শ্বাসতন্ত্রের মিউকোসাল পৃষ্ঠে স্থানীয় প্রতিরক্ষা প্রদান করে, যা শিশুকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে (প্যাসিভ ইমিউনিটি)।
- ভুল বিকল্প (A): IgG অমরা অতিক্রম করে, কিন্তু মায়ের দুধে IgA-এর তুলনায় কম পরিমাণে থাকে।
- ভুল বিকল্প (B), (C): IgE এবং IgM মায়ের দুধে উল্লেখযোগ্য পরিমাণে থাকে না যা শিশুর জন্য প্রধান প্রতিরক্ষামূলক অ্যান্টিবডি হিসেবে কাজ করে।
41. অ্যালার্জি প্রতিক্রিয়ার সাথে যুক্ত প্রধান অ্যান্টিবডি কোনটি?
A) IgGB) IgAC) IgED) IgM
- সঠিক উত্তর (C): IgE (ইমিউনোগ্লোবিউলিন ই) অ্যালার্জি প্রতিক্রিয়া এবং অতিসংবেদনশীলতার (hypersensitivity) সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। অ্যালার্জেনের সংস্পর্শে এলে, IgE মাস্ট কোষ (mast cells) এবং বেসোফিলের (basophils) পৃষ্ঠে আবদ্ধ হয় এবং এই কোষগুলি থেকে হিস্টামিন ও অন্যান্য প্রদাহজনক পদার্থ নিঃসরণ ঘটায়, যা অ্যালার্জির উপসর্গ সৃষ্টি করে।
- ভুল বিকল্প (A), (B), (D): এই অ্যান্টিবডিগুলি অ্যালার্জি প্রতিক্রিয়ায় প্রধান ভূমিকা পালন করে না।
42. “অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম” (AIDS) রোগের জন্য দায়ী ভাইরাস কোনটি এবং এটি কোন ধরনের কোষকে আক্রমণ করে?
A) ইনফ্লুয়েঞ্জা ভাইরাস; শ্বাসনালীর কোষB) হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV); ত্বকের কোষC) হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস (HIV); সহকারী টি-লিম্ফোসাইট (Helper T-cells / CD4+ T-cells)D) রোটাভাইরাস; অন্ত্রের কোষ
- সঠিক উত্তর (C): AIDS রোগটি HIV নামক রেট্রোভাইরাসের আক্রমণে হয়। এই ভাইরাসটি প্রধানত দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার গুরুত্বপূর্ণ কোষ, সহকারী টি-লিম্ফোসাইট (যাদের পৃষ্ঠে CD4 রিসেপ্টর থাকে), ম্যাক্রোফেজ এবং ডেনড্রাইটিক কোষকে আক্রমণ করে ও ধ্বংস করে, ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে কমে যায়।
- ভুল বিকল্প (A), (B), (D): এই ভাইরাস ও তাদের টার্গেট কোষগুলি AIDS-এর সাথে সম্পর্কিত নয়।
43. নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন (PCV) কোন রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয়?
A) সাধারণ সর্দি-কাশিB) যক্ষ্মাC) স্ট্রেপটোকক্কাস নিউমোনি ব্যাকটেরিয়াজনিত রোগ (যেমন নিউমোনিয়া, মেনিনজাইটিস, সেপসিস)D) হেপাটাইটিস এ
- সঠিক উত্তর (C): PCV টিকা স্ট্রেপটোকক্কাস নিউমোনি (বা নিউমোকক্কাস) নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট বিভিন্ন গুরুতর রোগ, যেমন – নিউমোনিয়া (ফুসফুসের সংক্রমণ), ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস (মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডের আবরণের সংক্রমণ) এবং সেপসিস (রক্তে সংক্রমণ) থেকে শিশুদের রক্ষা করে।
- ভুল বিকল্প (A), (B), (D): PCV এই রোগগুলির বিরুদ্ধে সুরক্ষা দেয় না।
44. অ্যান্টিবডির ভারী (Heavy) এবং হালকা (Light) শৃঙ্খলগুলি কী ধরনের বন্ধনী দ্বারা যুক্ত থাকে?
A) হাইড্রোজেন বন্ধনীB) আয়নিক বন্ধনীC) পেপটাইড বন্ধনীD) ডাইসালফাইড বন্ধনী
- সঠিক উত্তর (D): অ্যান্টিবডি অণুতে ভারী শৃঙ্খলগুলি নিজেদের মধ্যে এবং ভারী শৃঙ্খল ও হালকা শৃঙ্খলগুলি একে অপরের সাথে ডাইসালফাইড (-S-S-) বন্ধনী দ্বারা দৃঢ়ভাবে যুক্ত থাকে। এই বন্ধনীগুলি অ্যান্টিবডির ত্রিমাত্রিক গঠন বজায় রাখতে সাহায্য করে।
45. মানবদেহে অ্যান্টিবডি উৎপাদনকারী প্রধান কোষ কোনটি?
A) টি-লিম্ফোসাইট (T-lymphocyte)B) ম্যাক্রোফেজ (Macrophage)C) প্লাজমা কোষ (Plasma cell – যা বি-লিম্ফোসাইট থেকে উদ্ভূত)D) নিউট্রোফিল (Neutrophil)
- সঠিক উত্তর (C): প্লাজমা কোষ হলো বিশেষ ধরনের বি-লিম্ফোসাইট যা অ্যান্টিজেন দ্বারা সক্রিয় হওয়ার পর বিভাজিত ও রূপান্তরিত হয়ে তৈরি হয়। প্লাজমা কোষগুলি প্রচুর পরিমাণে নির্দিষ্ট অ্যান্টিবডি সংশ্লেষণ ও নিঃসরণ করে, যা হিউমোরাল ইমিউনিটির (humoral immunity) ভিত্তি।
- ভুল বিকল্প (A): টি-লিম্ফোসাইট কোষ-ভিত্তিক অনাক্রম্যতা (cell-mediated immunity) প্রদান করে এবং বি-লিম্ফোসাইটকে সক্রিয় করতে সাহায্য করে, কিন্তু সরাসরি অ্যান্টিবডি উৎপাদন করে না (ব্যতিক্রম কিছু সাইটোকাইন)।
- ভুল বিকল্প (B): ম্যাক্রোফেজ হলো ফ্যাগোসাইটিক কোষ, যা অ্যান্টিজেন উপস্থাপন করে এবং প্রদাহজনক প্রতিক্রিয়াতে ভূমিকা রাখে।
- ভুল বিকল্প (D): নিউট্রোফিল হলো এক প্রকার ফ্যাগোসাইটিক শ্বেত রক্তকণিকা, যা ব্যাকটেরিয়া সংক্রমণে দ্রুত সাড়া দেয়।
46. হেবার-বশ পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্পোৎপাদনের জন্য কোন অনুঘটক ব্যবহৃত হয়?
A) প্ল্যাটিনাম (Pt)B) ভ্যানাডিয়াম পেন্টক্সাইড (V₂O₅)C) নিকেল (NiD) ) আয়রন (Fe) চূর্ণ, সাথে K₂O ও Al₂O₃ উদ্দীপক হিসেবে
- সঠিক উত্তর (D): হেবার-বশ পদ্ধতিতে নাইট্রোজেন ও হাইড্রোজেনের সরাসরি সংযোগে অ্যামোনিয়া তৈরি করা হয়। এই বিক্রিয়ায় আয়রন (Fe) চূর্ণ প্রধান অনুঘটক হিসেবে এবং সামান্য K₂O (পটাশিয়াম অক্সাইড) ও Al₂O₃ (অ্যালুমিনিয়াম অক্সাইড) উদ্দীপক (promoter) হিসেবে ব্যবহৃত হয়, যা অনুঘটকের কার্যকারিতা বৃদ্ধি করে।
- ভুল বিকল্প (A): প্ল্যাটিনাম অস্টওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপাদনে অ্যামোনিয়ার জারণে অনুঘটক হিসেবে ব্যবহৃত হয়।
- ভুল বিকল্প (B): ভ্যানাডিয়াম পেন্টক্সাইড স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনে SO₂ থেকে SO₃ তৈরিতে অনুঘটক হিসেবে ব্যবহৃত হয়।
- ভুল বিকল্প (C): নিকেল সাধারণত হাইড্রোজেনেশন বিক্রিয়ায় (যেমন উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি) অনুঘটক হিসেবে ব্যবহৃত হয়।
47. অ্যামোনিয়ার জলীয় দ্রবণ কী প্রকৃতির?
A) আম্লিকB) ক্ষারীয়C) প্রশমD) উভধর্মী
- সঠিক উত্তর (B): অ্যামোনিয়া (NH₃) জলে দ্রবীভূত হয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড (NH₄OH) উৎপন্ন করে, যা একটি দুর্বল ক্ষার। এটি আংশিকভাবে বিয়োজিত হয়ে হাইড্রোক্সিল আয়ন (OH⁻) উৎপন্ন করে, যা দ্রবণের ক্ষারীয় প্রকৃতির জন্য দায়ী। NH₃ + H₂O ⇌ NH₄⁺ + OH⁻
- ভুল বিকল্প (A): অ্যামোনিয়ার জলীয় দ্রবণ OH⁻ আয়ন উৎপন্ন করায় এটি আম্লিক নয়।
- ভুল বিকল্প (C): এটি প্রশম নয় কারণ এটি লাল লিটমাসকে নীল করে এবং ক্ষারের ধর্ম প্রদর্শন করে।
- ভুল বিকল্প (D): অ্যামোনিয়া মূলত ক্ষারীয় ধর্ম প্রদর্শন করে, যদিও এটি লুইস ক্ষারক হিসেবে কাজ করে (ইলেকট্রন জোড় দান করে)।
48. অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
A) গাঢ় সালফিউরিক অ্যাসিড (Conc. H₂SO₄)B) অনা্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড (Anhydrous CaCl₂)C) ফসফরাস পেন্টক্সাইড (P₂O₅)D) পোড়াচুন (CaO)
- সঠিক উত্তর (D): পোড়াচুন (ক্যালসিয়াম অক্সাইড, CaO) একটি ক্ষারীয় পদার্থ এবং এটি অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে না, তাই এটি অ্যামোনিয়া শুষ্কীকরণে ব্যবহৃত হয়।
- ভুল বিকল্প (A): গাঢ় H₂SO₄ একটি অ্যাসিড, যা ক্ষারীয় অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফেট ((NH₄)₂SO₄) লবণ তৈরি করবে।
- ভুল বিকল্প (B): অনা্দ্র CaCl₂ অ্যামোনিয়ার সাথে যুক্ত যৌগ (CaCl₂·8NH₃) গঠন করে, তাই এটি অ্যামোনিয়া শুষ্ক করতে ব্যবহৃত হয় না।
- ভুল বিকল্প (C): P₂O₅ একটি আম্লিক অক্সাইড, যা ক্ষারীয় অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ফসফেট তৈরি করবে।
49. অ্যামোনিয়ার বিজারণ ধর্মের উদাহরণ কোনটি?
A) NH₃ + HCl → NH₄ClB) 2NH₃ + H₂SO₄ → (NH₄)₂SO₄C) 2NH₃ + 3CuO → 3Cu + N₂ + 3H₂OD) NH₃ + H₂O → NH₄OH
- সঠিক উত্তর (C): এই বিক্রিয়ায় অ্যামোনিয়া (NH₃) উত্তপ্ত কপার (II) অক্সাইডকে (CuO) বিজারিত করে ধাতব কপারে (Cu) পরিণত করেছে এবং নিজে জারিত হয়ে নাইট্রোজেন (N₂) গ্যাসে পরিণত হয়েছে। এখানে কপার +২ জারণ স্তর থেকে ০ জারণ স্তরে বিজারিত হয়েছে।
- ভুল বিকল্প (A): এটি একটি অ্যাসিড-ক্ষার প্রশমন বিক্রিয়া, যেখানে অ্যামোনিয়া ক্ষারক হিসেবে কাজ করে।
- ভুল বিকল্প (B): এটিও একটি অ্যাসিড-ক্ষার প্রশমন বিক্রিয়া।
- ভুল বিকল্প (D): এটি অ্যামোনিয়ার জলে দ্রবীভূত হয়ে ক্ষারীয় দ্রবণ তৈরির বিক্রিয়া।
50. নেসলার বিকারকের (Nessler’s reagent) সাথে অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম লবণের বিক্রিয়ায় কী রঙের অধঃক্ষেপ উৎপন্ন হয়?
A) সাদাB) নীলC) হলুদD) বাদামী বা তামাটে লাল
- সঠিক উত্তর (D): নেসলার বিকারক (K₂[HgI₄] এর ক্ষারীয় দ্রবণ) অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম আয়নের উপস্থিতিতে বিক্রিয়া করে অ্যামিনো মারকিউরিক আয়োডাইড বা আয়োডাইড অফ মিলন’স বেস (NH₂Hg₂I₃ বা HgO·Hg(NH₂)I) এর বাদামী বা তামাটে লাল বর্ণের অধঃক্ষেপ সৃষ্টি করে। এটি অ্যামোনিয়ার একটি অত্যন্ত সংবেদনশীল শনাক্তকারী পরীক্ষা।
51. অ্যামোনিয়া গ্যাসের গন্ধ কীরূপ?
A) মিষ্টি গন্ধB) পচা ডিমের মতো গন্ধC) ঝাঁঝালো, অস্বস্তিকর গন্ধD) গন্ধহীন
অ্যামোনিয়া গ্যাসের একটি তীব্র, ঝাঁঝালো এবং অস্বস্তিকর গন্ধ রয়েছে, যা চোখে ও নাকে জ্বালা সৃষ্টি করতে পারে।
52. কপার সালফেট (CuSO₄) দ্রবণে অতিরিক্ত অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে উৎপন্ন গাঢ় নীল বর্ণের জটিল যৌগের সংকেত কী?
A) [Cu(NH₃)₂]SO₄B) [Cu(NH₃)₄]SO₄C) [Cu(NH₃)₆]SO₄D) Cu(OH)₂
- সঠিক উত্তর (B): প্রথমে কপার সালফেট অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে হালকা নীল বর্ণের কপার হাইড্রোক্সাইডের (Cu(OH)₂) অধঃক্ষেপ ফেলে। অতিরিক্ত অ্যামোনিয়া যোগ করলে এই অধঃক্ষেপ দ্রবীভূত হয়ে টেট্রাঅ্যামিন কপার (II) সালফেট ([Cu(NH₃)₄]SO₄) নামক একটি গাঢ় নীল বর্ণের দ্রবণীয় জটিল যৌগ গঠন করে। এটি কপার আয়ন শনাক্তকরণেও ব্যবহৃত হয়।
- ভুল বিকল্প (A), (C): এগুলি সঠিক জটিল যৌগের সংকেত নয়।
- ভুল বিকল্প (D): Cu(OH)₂ প্রাথমিক অধঃক্ষেপ, চূড়ান্ত গাঢ় নীল জটিল যৌগ নয়।
53. গলিত সোডিয়াম ক্লোরাইডের (NaCl) তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন পদার্থ উৎপন্ন হয়?
A) সোডিয়াম ধাতু (Na)B) ক্লোরিন গ্যাস (Cl₂)C) অক্সিজেন গ্যাস (O₂)D) হাইড্রোজেন গ্যাস (H₂)
- উত্তর (B): গলিত NaCl-এ Na⁺ এবং Cl⁻ আয়ন থাকে। তড়িৎ বিশ্লেষণে Cl⁻ আয়ন অ্যানোডে গিয়ে ইলেকট্রন বর্জন করে জারিত হয় এবং ক্লোরিন গ্যাস (Cl₂) উৎপন্ন করে। 2Cl⁻ → Cl₂ + 2e⁻.
- ভুল বিকল্প (A): সোডিয়াম ধাতু (Na) ক্যাথোডে উৎপন্ন হয়, যেখানে Na⁺ আয়ন ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়। Na⁺ + e⁻ → Na.
- ভুল বিকল্প (C), (D): গলিত NaCl-এ জল না থাকায় অক্সিজেন বা হাইড্রোজেন উৎপন্ন হওয়ার সুযোগ নেই।
54. কপার সালফেট (CuSO₄) দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কপার (Cu) তড়িৎদ্বার ব্যবহার করলে ক্যাথোডে কী জমা হয়?
A) অক্সিজেন গ্যাসB) হাইড্রোজেন গ্যাসC) সালফারD) কপার ধাতু
- উত্তর (D): কপার সালফেট দ্রবণে Cu²⁺ এবং SO₄²⁻ আয়ন থাকে (এবং জল থেকে স্বল্প H⁺ ও OH⁻)। কপার তড়িৎদ্বার (সক্রিয় তড়িৎদ্বার) ব্যবহার করলে, ক্যাথোডে Cu²⁺ আয়ন ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে কপার ধাতু হিসেবে জমা হয়। Cu²⁺ + 2e⁻ → Cu.
55. লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে হলে, ক্যাথোড হিসেবে কোনটি ব্যবহৃত হবে?
A) নিকেলের দণ্ডB) লোহার চামচC) গ্রাফাইট দণ্ডD) প্ল্যাটিনাম পাত
- উত্তর (D): কপার সালফেট দ্রবণে Cu²⁺ এবং SO₄²⁻ আয়ন থাকে (এবং জল থেকে স্বল্প H⁺ ও OH⁻)। কপার তড়িৎদ্বার (সক্রিয় তড়িৎদ্বার) ব্যবহার করলে, ক্যাথোডে Cu²⁺ আয়ন ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে কপার ধাতু হিসেবে জমা হয়। Cu²⁺ + 2e⁻ → Cu.
56. সোনার প্রলেপ দেওয়ার জন্য তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
A) গোল্ড ক্লোরাইড (AuCl₃) দ্রবণB) পটাশিয়াম অরোসায়ানাইড (K[Au(CN)₂]) দ্রবণC) গোল্ড সালফেট (Au₂(SO₄)₃) দ্রবণD) গাঢ় নাইট্রিক অ্যাসিড (HNO₃)
- উত্তর (B): সোনার প্রলেপ দেওয়ার জন্য সাধারণত পটাশিয়াম অরোসায়ানাইড (K[Au(CN)₂]) দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহৃত হয় কারণ এটি মসৃণ ও স্থায়ী প্রলেপ দেয়।
- ভুল বিকল্প (A), (C): গোল্ড ক্লোরাইড বা গোল্ড সালফেট ব্যবহার করা হলেও, জটিল লবণ (যেমন সায়ানাইড) উন্নত মানের প্রলেপ দেয়।
- ভুল বিকল্প (D): নাইট্রিক অ্যাসিড একটি শক্তিশালী জারক, তড়িৎ বিশ্লেষ্য হিসেবে সোনার প্রলেপে ব্যবহৃত হয় না।
57. নিচের কোন যৌগটিতে আয়নীয় বন্ধন উপস্থিত?
A) মিথেন (CH₄)B) জল (H₂O)C) ম্যাগনেসিয়াম ক্লোরাইড (MgCl₂)D) অ্যামোনিয়া (NH₃)
- উত্তর (B): সোনার প্রলেপ দেওয়ার জন্য সাধারণত পটাশিয়াম অরোসায়ানাইড (K[Au(CN)₂]) দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহৃত হয় কারণ এটি মসৃণ ও স্থায়ী প্রলেপ দেয়।
- ভুল বিকল্প (A), (C): গোল্ড ক্লোরাইড বা গোল্ড সালফেট ব্যবহার করা হলেও, জটিল লবণ (যেমন সায়ানাইড) উন্নত মানের প্রলেপ দেয়।
- ভুল বিকল্প (D): নাইট্রিক অ্যাসিড একটি শক্তিশালী জারক, তড়িৎ বিশ্লেষ্য হিসেবে সোনার প্রলেপে ব্যবহৃত হয় না।
58. নিচের কোন যৌগটিতে আয়নীয় বন্ধন উপস্থিত?
A) মিথেন (CH₄)B) জল (H₂O)C) ম্যাগনেসিয়াম ক্লোরাইড (MgCl₂)D) অ্যামোনিয়া (NH₃)
- উত্তর (C): ম্যাগনেসিয়াম (একটি ধাতু) এবং ক্লোরিন (একটি অধাতু) এর মধ্যে ইলেকট্রন আদান-প্রদানের (Mg দুটি ইলেকট্রন বর্জন করে Mg²⁺ এবং দুটি Cl পরমাণু প্রত্যেকে একটি করে ইলেকট্রন গ্রহণ করে 2Cl⁻ গঠন করে) মাধ্যমে ম্যাগনেসিয়াম ক্লোরাইড (MgCl₂) গঠিত হয়। এটি একটি আয়নীয় যৌগ।
- ভুল বিকল্প (A), (B), (D): মিথেন (C ও H), জল (H ও O), এবং অ্যামোনিয়া (N ও H) অধাতব পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ারিং বা সমবণ্টনের মাধ্যমে গঠিত সমযোজী যৌগ।
59. পর্যায় সারণির একই পর্যায়ে (Period) বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ সাধারণত –
A) বৃদ্ধি পায়B) হ্রাস পায়C) অপরিবর্তিত থাকেD) প্রথমে হ্রাস পায়, পরে বৃদ্ধি পায়
- উত্তর (B): একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা (পারমাণবিক ক্রমাঙ্ক) বাড়ে, ফলে নিউক্লিয়াসের আকর্ষণ বল ইলেকট্রনগুলির উপর বৃদ্ধি পায়। যদিও ইলেকট্রন সংখ্যাও বাড়ে, তারা একই মুখ্য শক্তিস্তরে প্রবেশ করে। বর্ধিত নিউক্লীয় চার্জের কারণে যোজ্যতা ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের দিকে বেশি আকৃষ্ট হয়, ফলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়।
- ভুল বিকল্প (A), (C), (D): এই প্রবণতাগুলি সঠিক নয়।
60. 30°C তাপমাত্রায় একটি লবণের দ্রাব্যতা 25। ওই তাপমাত্রায় 80 গ্রাম জলকে সম্পৃক্ত করতে কত গ্রাম লবণ প্রয়োজন?
A) 15 গ্রামB) 20 গ্রামC) 25 গ্রামD) 30 গ্রাম
উত্তর (B):
দ্রাব্যতা 25 এর অর্থ হলো 100 গ্রাম জলে 25 গ্রাম লবণ দ্রবীভূত হলে দ্রবণ সম্পৃক্ত হয়।
100 গ্রাম জলের জন্য প্রয়োজন = 25 গ্রাম লবণ
∴ 1 গ্রাম জলের জন্য প্রয়োজন = 25/100 গ্রাম লবণ
∴ 80 গ্রাম জলের জন্য প্রয়োজন = (25/100) × 80 গ্রাম লবণ
= (1/4) × 80 গ্রাম লবণ
= 20 গ্রাম লবণ
61. The idiom “By hook or by crook” means:
A) To achieve something honestlyB) To achieve something through any means, fair or foulC) To give up on a goalD) To seek help from others
- Correct Answer (B): “By hook or by crook” signifies a determination to achieve a goal, regardless of the methods used, whether they are legitimate or not.
- Incorrect Option (A): This is the opposite of the idiom’s implication of potentially unfair means.
- Incorrect Option (C): The idiom implies a strong will to succeed, not to give up.
- Incorrect Option (D): While seeking help could be a means, the idiom emphasizes the individual’s resolve to use any means.
62. If someone has to “bear the brunt of” a situation, it means they:
A) Enjoy the best part of itB) Are the main cause of the problemC) Endure the main shock or impactD) Find a solution to the problem
- Correct Answer (C): “Bear the brunt of” means to suffer the most significant or severe part of an unpleasant situation or force.
- Incorrect Option (A): This is contrary to the meaning of enduring a negative impact.
- Incorrect Option (B): The idiom refers to suffering the consequences, not necessarily causing them.
- Incorrect Option (D): While they might try, the idiom focuses on enduring the hardship.
63. The idiom “Bell the cat” refers to:
A) Avoiding a dangerous taskB) Taking the lead in a dangerous or risky undertakingC) Endure the main shock or impactD) Being very cautious
-
- Correct Answer (B): “Bell the cat” means to undertake a dangerous or difficult task for the benefit of a group, knowing there’s personal risk involved.
- Incorrect Option (A): This is the opposite of what the idiom describes.
- Incorrect Option (C): The idiom is about taking action, not shifting blame.
- Incorrect Option (D): While one might be cautious, the idiom specifically highlights the bravery of taking the first risky step.
64. When someone “bids defiance” to something, they are:
A) Accepting it reluctantlyB) Openly ignoring or disobeying itC) Seeking clarification about itD) Secretly agreeing with it
- Correct Answer (B): “Bid defiance” means to openly resist, disregard, or challenge something, like a rule, wish, or authority.
- Incorrect Option (A): The idiom implies active resistance, not reluctant acceptance.
- Incorrect Option (C): It suggests a clear stance of opposition, not a request for more information.
- Incorrect Option (D): The defiance is typically open, not secret agreement.
65. If someone is “beside oneself” with an emotion, it means they are:
A) Calm and composedB) Feeling an emotion to an excessive or overwhelming degreeC) Hiding their true feelingsD) Indifferent to the situation
- Correct Answer (B): To be “beside oneself” (e.g., with grief, joy, anger) means to be overwhelmed or lose self-control due to the intensity of that emotion.
- Incorrect Option (A): This is the opposite of being overwhelmed by emotion.
- Incorrect Option (C): The emotion is usually very evident, not hidden.
- Incorrect Option (D): The idiom describes a strong emotional state, not indifference.
66. What does “Aeronautics” refer to?
A) The science or art of flightB) The study of soundC) The philosophy of fine artsD) The science of soil management and the production of field crops
- Correct Answer (A): “Aeronautics” is the science or art concerned with the flight of aircraft or other aerial vehicles.
- Incorrect Option (B): The study of sound is called “Acoustics.”
- Incorrect Option (C): The philosophy of fine arts is called “Aesthetics.”
- Incorrect Option (D): The science of soil management and the production of field crops is called “Agronomy.”
67. “Calligraphy” is related to which art form?
A) The study of coins and metalsB) The art of beautiful handwritingC) The art and technology of making objects from clayD) The science of the nature of heavenly bodies
- Correct Answer (B): “Calligraphy” is the art of producing decorative and artistic handwriting or lettering.
- Incorrect Option (A): The study of coins and metals is called “Numismatics.”
- Incorrect Option (C): The art and technology of making objects from clay is called “Ceramics” or “Pottery.”
- Incorrect Option (D): The science of the nature of heavenly bodies is called “Cosmogony.”
68. What is the term for the study of human population, using records of the number of births and deaths?
A) AnthropologyB) DemographyC) EcologyD) Etymology
- Correct Answer (B): “Demography” is the statistical study of human populations, especially with reference to size and density, distribution, and vital statistics (births, marriages, deaths, etc.).
- Incorrect Option (A): “Anthropology” is the science that deals with the origin, physical and cultural development of mankind.
- Incorrect Option (C): “Ecology” is the study of the relation of animals and plants to their surroundings, animate and inanimate.
- Incorrect Option (D): “Etymology” is the study of the origin and history of words.
69. What is the subject of study in “Histology”?
A) The study of tissuesB) The study of family ancestries and historiesC) The physical history of the earthD) The sun cure
- Correct Answer (A): “Histology” is a branch of biology concerned with the microscopic structure, organization, and function of tissues in living organisms.
- Incorrect Option (B): The study of family ancestries and histories is called “Genealogy.”
- Incorrect Option (C): The science that deals with the physical history of the earth is “Geology.”
- Incorrect Option (D): The sun cure is referred to as “Heliotherapy.”
70. What does “Philately” refer to?
A) The study of birdsB) The study of inscriptionsC) The collection and study of postage/revenue stamps etc.D) The study of correct pronunciation
- Correct Answer (C): “Philately” is the hobby or practice of collecting and studying postage stamps, revenue stamps, and related items.
- Incorrect Option (A): The study of birds is called “Ornithology.”
- Incorrect Option (B): The study of inscriptions is called “Epigraphy.”
- Incorrect Option (D): The study of correct pronunciation is called “Orthoepy.”
71. Which word is a synonym for DELIBERATE?
A) RashB) IntentionalC) SuddenD) Random
- Correct Answer (B): “Intentional” means done on purpose, which aligns with “deliberate” meaning done consciously and intentionally.
- Incorrect Option (A): “Rash” means hasty or without careful consideration, an antonym.
- Incorrect Option (C): “Sudden” means happening unexpectedly, an antonym.
- Incorrect Option (D): “Random” means done without a specific aim or pattern, an antonym.
72. A synonym for DECAY is:
A) FlourishB) ProgressC) DeteriorateD) Growth
- Correct Answer (C): “Deteriorate” means to become progressively worse or to decline in quality, which is a core meaning of “decay.”
- Incorrect Option (A): “Flourish” means to grow or develop in a healthy or vigorous way, an antonym.
- Incorrect Option (B): “Progress” means forward or onward movement towards a destination, an antonym.
- Incorrect Option (D): “Growth” means the process of increasing in size, an antonym.
73. Choose the best synonym for DAINTY:
A) ClumsyB) CoarseC) ElegantD) Insipid
- Correct Answer (C): “Elegant” means graceful and stylish in appearance or manner, which captures the sense of “dainty” as delicately small and pretty or refined.
- Incorrect Option (A): “Clumsy” means awkward in movement or handling things, an antonym.
- Incorrect Option (B): “Coarse” means rough or harsh in texture or unrefined, an antonym.
- Incorrect Option (D): “Insipid” means lacking flavor or zest, which is not a synonym for dainty.
74. Which of the following is a synonym for EXPLICIT?
A) HiddenB) VagueC) DefiniteD) Implicit
- Correct Answer (C): “Definite” means clearly stated or decided; not vague or doubtful, aligning with “explicit” meaning stated clearly and in detail.
- Incorrect Option (A): “Hidden” means kept out of sight, an antonym.
- Incorrect Option (B): “Vague” means of uncertain, indefinite, or unclear character or meaning, an antonym.
- Incorrect Option (D): “Implicit” means suggested though not directly expressed, an antonym.
75. What is a synonym for EVADE?
A) AcknowledgeB) AvoidC) ConfrontD) Confirm
- Correct Answer (B): “Avoid” means to keep away from or stop oneself from doing (something), which is a primary meaning of “evade” (to escape or avoid).
- Incorrect Option (A): “Acknowledge” means to accept or admit the existence or truth of, an antonym.
- Incorrect Option (C): “Confront” means to meet (someone) face to face with hostile or argumentative intent, an antonym.
- Incorrect Option (D): “Confirm” means to establish the truth or correctness of, an antonym.
76. কোনো দ্রব্য বিক্রি করে 15% ক্ষতি হলে, ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত কত?
A) 20 : 17B) 17 : 20C) 20 : 23D) 23 : 20
- সঠিক উত্তর (A):
ধরি, ক্রয়মূল্য = 100 টাকা।
15% ক্ষতিতে বিক্রয়মূল্য = 100 – 15 = 85 টাকা।
অতএব, ক্রয়মূল্য : বিক্রয়মূল্য = 100 : 85
উভয়কে 5 দ্বারা ভাগ করে পাই, 20 : 17।
77. এক ব্যক্তি একটি দ্রব্য 10% লাভে বিক্রি করেন। যদি তিনি দ্রব্যটি আরও 200 টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে তার 15% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
A) 3000 টাকাB) 3500 টাকাC) 4000 টাকাD) 4500 টাকা
- সঠিক উত্তর (C):
লাভের পার্থক্য = 15% – 10% = 5%
এই 5% লাভের পার্থক্য হয় 200 টাকার জন্য।
অর্থাৎ, ক্রয়মূল্যের 5% = 200 টাকা
∴ ক্রয়মূল্যের 1% = 200/5 = 40 টাকা
∴ ক্রয়মূল্যের 100% = 40 × 100 = 4000 টাকা।
78. একটি বইয়ের ধার্যমূল্য 120 টাকা। একজন বিক্রেতা 10% ছাড় দিয়ে বইটি বিক্রি করে 20% লাভ করেন। বইটির ক্রয়মূল্য কত?
A) 80 টাকাB) 90 টাকাC) 96 টাকাD) 100 টাকা
ধার্যমূল্য = 120 টাকা
ছাড় = 10%
বিক্রয়মূল্য = ধার্যমূল্য – (ধার্যমূল্যের 10%) = 120 – (120 × 10/100) = 120 – 12 = 108 টাকা।
এই বিক্রয়মূল্যে 20% লাভ হয়েছে।
ধরি, ক্রয়মূল্য = a টাকা।
তাহলে, a + (a × 20/100) = 108
⇒ a + a/5 = 108
⇒ (5a + a)/5 = 108
⇒ 6a/5 = 108
⇒ 6a = 108 × 5 = 540
⇒ a = 540/6 = 90 টাকা।
79. যদি কোনো দ্রব্য বিক্রি করে ক্রয়মূল্যের উপর 20% লাভ হয়, তবে বিক্রয়মূল্যের উপর লাভের হার কত?
A) 25%B) 20%C) 16.67% (প্রায়)D) 15%
- সঠিক উত্তর (C):
ধরি, ক্রয়মূল্য = 100 টাকা।
লাভ = 20% (ক্রয়মূল্যের উপর) = 20 টাকা।
বিক্রয়মূল্য = ক্রয়মূল্য + লাভ = 100 + 20 = 120 টাকা।
বিক্রয়মূল্যের উপর লাভের হার = (লাভ / বিক্রয়মূল্য) × 100%
= (20 / 120) × 100%
= (1/6) × 100% = 16.666…% ≈ 16.67%।
80. কত বছরে বার্ষিক 10% সরল সুদে আসলের দ্বিগুণ হবে?
A) 5 বছরB) 8 বছরC) 10 বছরD) 12 বছর
- সঠিক উত্তর (C): দ্বিগুণ করতে হলে 100% বাড়াতে হবে, বছরে বৃদ্ধি পায় 10%, তবে আরও 100% বৃদ্ধি পেতে সময় লাগবে 100 /10 = 10 বছর
81. এক ব্যক্তি বার্ষিক 12% সরল সুদে কিছু টাকা ধার করে 6 বছর পর সুদ হিসেবে 720 টাকা পরিশোধ করেন। তিনি কত টাকা ধার করেছিলেন?
A) 1000 টাকাB) 1200 টাকাC) 1500 টাকাD) 1800 টাকা
- সঠিক উত্তর (A):
সুদের হার (R) = 12%
সময় (T) = 6 বছর
সুদ (SI) = 720 টাকা
আসল (P) = ?
SI = (P × R × T) / 100
⇒ 720 = (P × 12 × 6) / 100
⇒ 720 = (72P) / 100
⇒ P = (720 × 100) / 72
⇒ P = 10 × 100 = 1000 টাকা।
82. যদি কোনো আসল 8 বছরে সুদে-মূলে তিনগুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত?
A) 20%B) 22.5%C) 30%D) 25%
সঠিক উত্তর (D): তিন গুণ হওয়া মানে, 200% বৃদ্ধি পাওয়া, তার মানে 8 বছরে 200% বৃদ্ধি পায়, বছরে সুদের হার হবে = 200/8 = 25%
83. একটি কাইটের (Kite) বৈশিষ্ট্য হলো:
A) সব বাহু সমানB) সব কোণ সমানC) দুই জোড়া সন্নিহিত বাহু সমানD) বিপরীত বাহু সমান্তরাল
কাইটের সংজ্ঞানুসারে এর দুই জোড়া পরপর সন্নিহিত বাহু দৈর্ঘ্যে সমান হয়।
84. একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 2:3:4 হলে, বৃহত্তম কোণটির মান কত?
A) 80°B) 60°C) 40°D) 100°
- সঠিক উত্তর (A):
ধরি, কোণগুলি হলো 2x, 3x, এবং 4x।
ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°।
2x + 3x + 4x = 180°
⇒ 9x = 180°
⇒ x = 20°
বৃহত্তম কোণ = 4x = 4 × 20° = 80°।
85. একটি রম্বসের একটি কর্ণ 8 সেমি এবং অপর কর্ণ 6 সেমি হলে, রম্বসটির ক্ষেত্রফল কত?
A) 24 বর্গ সেমিB) 30 বর্গ সেমিC) 48 বর্গ সেমিD) 36 বর্গ সেমি
- সঠিক উত্তর (A): রম্বসের ক্ষেত্রফল = (1/2) × (কর্ণদ্বয়ের গুণফল)
= (1/2) × (8 × 6) বর্গ সেমি
= (1/2) × 48 বর্গ সেমি = 24 বর্গ সেমি।
86. Huli Vesha কোন রাজ্যের উপকূলীয় অঞ্চলের একটি লোকনৃত্য?
(a) কেরালা(b) ওডিশা(c) কর্ণাটকd) গুজরাট
87. নীচের কোনটি ঝাড়খণ্ডের একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক লোকনৃত্য?
(a) রাউফ(b) রূপা(c) ছৌ(d) ছেরাও
88. কলম A (নৃত্যের ধরন) এবং কলম B (রাজ্য) মেলাও।
(a) P4, Q1, R – 2, S – 3(b) P3, Q1, R – 4, S – 2(c) P3, Q1, R – 2, S – 4(d) P-3, Q-4, R – 4, S – 2
89. Charu Sija Mathur নামটি কোন নৃত্যের সাথে যুক্ত?
(a) ছৌ(b) কুচিপুড়ি(c) ওড়িশিd) মনিপুরী
90. ‘chharhi’ নৃত্যের উদ্ভব হয়েছে কোন রাজ্য থেকে?
(a) মিজোরাম(b) বিহার(c) হিমাচলপ্রদেশ(d) পশ্চিমবঙ্গ
91. Vempati Chinna Satyam কোন নৃত্যের সাথে যুক্ত?
(a) সাত্রিয়া(b) মোহিনী নাট্যম(c) কুচিপুড়ি(d) কথক
ভেম্পতি চিন্না সত্যম ছিলেন একজন ভারতীয় নৃত্যশিল্পী এবং কুচিপুড়ি নৃত্যের গুরু। চিন্না সত্যম অন্ধ্রপ্রদেশের কুচিপুডিতে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তাকে বেদান্তম লক্ষ্মী নারায়ণ শাস্ত্রী শিক্ষা দিয়েছিলেন।
92. ভারতের কোন রাজ্যে ‘Moatsu’ উৎসব পালিত হয়?
(a) নাগাল্যান্ড(b)অরুণাচলপ্রদেশ(c) মনিপুর(d) মিজোরাম
ভেম্পতি চিন্না সত্যম ছিলেন একজন ভারতীয় নৃত্যশিল্পী এবং কুচিপুড়ি নৃত্যের গুরু। চিন্না সত্যম অন্ধ্রপ্রদেশের কুচিপুডিতে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তাকে বেদান্তম লক্ষ্মী নারায়ণ শাস্ত্রী শিক্ষা দিয়েছিলেন।
93. Charu Sija Mathur নামটি কোন নৃত্যের সাথে যুক্ত?
(a) ছৌ(b) কুচিপুড়ি(c) ওড়িশিd) মনিপুরী
94. ‘chharhi’ নৃত্যের উদ্ভব হয়েছে কোন রাজ্য থেকে?
(a) মিজোরাম(b) বিহার(c) হিমাচলপ্রদেশ(d) পশ্চিমবঙ্গ
95. নীচের কোনটি ঝাড়খণ্ডের একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক লোকনৃত্য?
(a) রাউফ(b) রূপা(c) ছৌ(d) ছেরাও
96. Book : Chapter ::
A) Car : TyreB) House : RoomC) Sentence : WordD) Novel : Page
- Correct Answer (B): A chapter is a main division or section of a book. Similarly, a room is a main division or section of a house.
- Incorrect Option (A): A tyre is a component part of a car, but a chapter is more of a structural division rather than just a component.
- Incorrect Option (C): This is the reverse relationship; a word is a component of a sentence (Part : Whole), whereas the original is Whole : Part (or Main Entity : Division).
- Incorrect Option (D): A page is a physical component of a novel, while a chapter is a conceptual or structural division of its content. “House : Room” better reflects this idea of a larger structure divided into sections.
97. Scalpel : Surgeon ::
A) Brush : CanvasB) Chisel : SculptorC) Book : LibrarianD) Medicine : Patient
- Correct Answer (B): A scalpel is a primary cutting tool used by a surgeon to perform their work. Similarly, a chisel is a primary cutting/shaping tool used by a sculptor.
- Incorrect Option (A): A painter uses a brush on a canvas. Canvas is the surface, not the worker.
- Incorrect Option (C): A librarian works with or manages books; a book is not their primary “tool” in the same way a scalpel or chisel is.
- Incorrect Option (D): A patient receives medicine; medicine is not a tool used by the patient in this context.
98. Virus : Illness ::
A) Rain : FloodB) Study : GraduationC) Cloud : SkyD) Fire : Ashes
- Correct Answer (A): A virus is a cause that can lead to the effect of an illness. Similarly, heavy rain is a cause that can lead to the effect of a flood.
- Incorrect Option (B): Study is an action that can lead to graduation (an outcome/achievement), but the cause-effect relationship isn’t as direct or natural a phenomenon as virus-illness or rain-flood.
- Incorrect Option (C): A cloud is typically found in the sky; this is a relationship of location, not cause and effect.
- Incorrect Option (D): Fire (cause) produces ashes (by-product/result), which is a valid cause-effect, but “Rain : Flood” often implies a more direct and potentially overwhelming natural consequence, similar to “Virus : Illness”.
99. Establish a definite relation between figures C and D similar to figures A and B by selecting a suitable figure from the Answer Set that would replace the question mark (?).

A) 1B) 2C) 3D) 4
100. Establish a definite relation between figures C and D similar to figures A and B by selecting a suitable figure from the Answer Set that would replace the question mark (?).

A) 1B) 2C) 3D) 4