This is weekly mock test questions for ANM GNM 2025 number 27. This will very helpful for upcoming anm gnm 2025 entrance exam. This mock test contains all subject’s questions. You can also download ANM GNM 2025 Free Mock Test PDF from the below page.
Exam Name | ANM GNM 2025 |
Topic | Weekly Mock Test 27th by anmgnm.in |
Subjects | All (Life Science, Physical Science, English Grammar, Math, GK, GI) |
Total Marks | 115 |
Total Questions | 100 |
Number Division | Category I (each question carries 2 Mark) : Life Science = 20 Marks ( 10 Questions) Physical Science = 10 Marks (5 Questions) Category II (each question carries 1 Mark) : Life Science = 30 Marks Physical Science = 15 Marks English Grammar = 15 Marks Math = 10 Marks General Knowledge =10 Marks General Intelligence = 5 Marks |
Online Exam Link | Click Here |
1. অঙ্গার আত্তীকরণ সম্পর্কে নিজের কোন তথ্য গুলি মিথ্যা-( CAT-2)
A) এটি আলোক নিরপেক্ষ প্রক্রিয়া
B) ক্লোরোফিল অংশগ্রহণ করে
C) অক্সিজেন নির্গত হয়
D) ক্লোরোপ্লাস্ট এর স্ট্রোমা অংশে সংগঠিত হয়
2. নিচের কোনগুলি ফাইকোবিলিন-( CAT-2)
A) ক্লোরোফিল
B) ক্যারোটিন
C) জ্যান্থোফিল
D) ফাইকোএরিথ্রিন
3. আবর্তকার ফটোফসফরাইলেরেশন সম্পর্কিত নিচের কোন তথ্য গুলি সত্য-( CAT-2)
A) কেবলমাত্র PS-I অংশগ্রহণ করে
B) এই ক্ষেত্রে একটি পর্যায়ে ATP সংশ্লেষ ঘটে
C) NADP+ এর বিজারণ ঘটে
D) দীর্ঘতর তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মি অংশগ্রহণ করে
4. সালোকসংশ্লেষের আলোক দশা সম্পর্কিত নিচের কোন তথ্যটি/তথ্যগুলি সত্য-( CAT-2)
A) এটি সালোকসংশ্লেষের প্রথম পর্যায়ের প্রক্রিয়া
B) ফটোলাইসিসের মাধ্যমে হাইড্রোক্সিল আয়ন উৎপাদিত হয়
C) RuBP বাতাসের কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে
D) প্লাস্টিডের স্ট্রোমায় সম্পন্ন হয়
5. সালোকসংশ্লেষের অন্ধকার দশা উৎপন্ন দ্রব্যগুলি হল-( CAT-2)
A) ATP
B) NADH+H+
C) O2
D) C6H12O6
6. সালোকসংশ্লেষের কার্য বর্ণালীর অংশ গুলি হল-( CAT-2)
A) লাল বর্ণের অংশ
B) বেগুনি বর্ণের অংশ
C) নীল বর্ণের অংশ
D) সবুজ বর্ণের অংশ
7. নিচের কোন বক্তব্য গুলি সঠিক-( CAT-2)
A) PS-I এবং PS-II থেকে নির্গত ইলেকট্রন স্থানান্তর পথকে Z প্রকল্প আখ্যা দেন হিল ও বেন্ডাল
B) অচক্রাকার ফোটোফসফোরাইলেশন চক্রে 2 অণু ATP উৎপন্ন হয়
C) চক্রাকার ফোটোফসফোরাইলেশন চক্রে 1 অণু ATP উৎপন্ন হয়
D) ATP কে বলা হয় এনার্জি কারেন্সি
8. উদ্ভিদের ম্যাক্রো পরিপোষক উপাদান গুলি হল-( CAT-2)
A) C
B) B
C) Cl
D) Zn
9. সালোকসংশ্লেষে আলোকে বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ গুলি হল-( CAT-2)
A) NADPH+H+
B) O2
C) H2O
D) ADP
10. নিচের কোনগুলি আলোকে নিরপেক্ষ দশার অংশ-( CAT-2)
A) PGA গঠন
B) NADP+ এর বিজারণ
C) জলের আলোক বিশ্লেষণ
D) ফটো ফসফোরাইলেশন
11. ব্যাকটেরিয়ার সালোকসংশ্লেষে হাইড্রোজেন দাতার ভূমিকা পালন করে –
a) H2SO4
b) H2O
c) H2S
d) NH3
12. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় বিজারিত হয় –
a) CO2
b) H2O
c) H2S
d) C6H12O6
13. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় জারিত হয়
a) CO2
b) H2O
c) H2S
d) C6H12O6
14. সালোকসংশ্লেষে অক্ষম একটি উদ্ভিদ হল-
a) ক্লোরেল্লা
b) মিউকর
c) মস
d) ফার্ন
15. ক্লোরোফিল বি এর সংকেত হল ?
a) C55H70O6N4Mg
b) C6H12O6N4Mg
c) C55H68O6N4Mg
d) C55H72O5N4Mg
16. সাইটোক্রোম হল –
A) অক্সিজেন গ্রাহক
B) হাইড্রোজেন গ্রাহক
C) ইলেকট্রন গ্রাহক
D) তাপ গ্রাহক
17. নীচের কোন কো এনজাইমটি সালোকসংশ্লেষে ব্যবহৃত হয় না?
a) FAD
b) NADP
c) ADP
d) RuBP
18. সালোকসংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন যৌগ কোনটি?
a) NADP
b) ATP
c) PGA
d) ADP
19. সালোকসংশ্লেষ প্রক্রিয়ার ক্ষেত্রে সঠিক বক্তব্যটি হল –
A) এই প্রক্রিয়াটি কেবল ক্লোরোপ্লাস্টের গ্রানায় ঘটে
B) এই প্রক্রিয়ায় অক্সিজেনের আত্তিকরণ সম্পন্ন হয়
C) এই প্রক্রিয়ায় ফটোলাইসিস প্রক্রিয়া সম্পন্ন হয়
D) এই প্রক্রিয়ায় উৎপন্ন কার্বন জাতীয় প্রথম স্থায়ী যৌগ হল গ্লুকোজ
20. সালোকসংশ্লেষের ফলে উৎপন্ন অক্সিজেনের উৎস কোনটি ?
A) H2O
B) CO₂
C) NO₂
D) SO₂
21. কেলভিন চক্র সাধিত হয় –
a) ক্লোরোপ্লাস্টে
b) ক্লোরোপ্লাস্টের গ্রানায়
c) ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়
d) মেসোফিল কলায়
22. নিচের কোনটি অন্ধকার বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ নয় ?
a) গ্লুকোজ
b) NADP+
c) ADP
d) ATP
23. এক অণু ATP-র মধ্যে কত কিলো ক্যালোরি শক্তি জমা হয় ?
a) 5.8
b) 7.4
c) 9.3
d) 2.5
24. ফসফোরাইলেশন প্রক্রিয়া আবিষ্কার করেন
A) কেলভিন
B) আয়রন
C) প্রিস্টলি
D) ওয়ারবার্গ
25. 6 অনু কার্বন ডাই অক্সাইড এবং 6 অনু RuBP যুক্ত হয় কত অনু PGA উৎপন্ন করবে?
a) 3
b)6
c)12
d) 18
26. চক্রাকার ফোটোফসফোরাইলেশনে উৎপন্ন হয়
A) NADPH
B) ATP এবং NADPH
C) ATP, NADPH এবং O2
D) শুধু ATP
27. RuBP দ্বারা CO2, আত্তীকরণের ফলে যে যৌগটি উৎপন্ন হয় তার কার্বন সংখ্যা হল –
A) 5
B) 6
C) 3
D) 4
28. PS-II -তে সক্রিয় ক্লোরোফিল হল –
A) P680
B) P700
C) P673
D) P720
29. সালোকসংশ্লোযের অন্ধকার দশায় কত অণু NADPH2 এর প্রয়োজন হয় ?
a) 1
b) 5
c) 2
d) 12
30. অন্ধকার দশায় 1 অনু গ্লুকোজ উৎপন্ন হতে কত অনু PGAld প্রয়োজন?
a) 1
b) 2
c) 3
d) 4
31. কেলভিন চক্রে 10 অনু PGAld কত অনু RuBP তে পরিণত হয়?
a) 6
b) 10
c)20
d) 1
32. জলে নিমজ্জিত উদ্ভিদরা কোন অংশের মাধ্যমে CO2 গ্রহণ করে ?
a) পত্ররন্ধ্র
b) কিউটিক্ল
c) সমগ্র দেহতল
d) পাতা
33. নীচের কোনটি হিল বিকারক নয় –
A) ফেরিক অক্সালেট
B) ফেরিক সায়ানাইড
C) RuBP
D) NADP
34. নিচের কোন উৎসেকটি PS-I এর সাথে জড়িত ?
a) PQ
b) PC
c) Fd
d) সাইটোক্রোম যৌগ
35. প্রোটোপ্লাজমকে ‘জীবনের ভৌত ভিত্তি’ রূপে কে বর্ণনা করেন ?
a) বিজ্ঞানী হাক্সলে
b) বিজ্ঞানী কার্টিস
c) ডিক্সন ও জলি
d) স্টিফেন হেলস
36. হেক্সওকাইনেজ উৎসেচকের কোফ্যাক্টর রূপে কাজ করে-
a) Mn
b) Mg
c) P
d) K
37. পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে –
a) Mg
b) Ca
c) K
d) Fe
38. অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ উৎসেচকের কোফ্যাক্টর রূপে কাজ করে –
a) Fe
b) Zn
c) Mn
d) Mg
39. ফুলকপিতে হুইপটেল রোগ হয় কিসের অভাবে?
a) Mo
b) Mg
c) P
d) Fe
40. বিনে স্কাল্ড রোগ হয় কিসের অভাবে?
a) Fe
b) P
c) Mg
d) Mo
41. একটি তামার তার কে টেনে পাঁচগুণ লম্বা করা হলে নিচের কোনটি/কোনগুলি সত্য? -( CAT-2)
A) প্রবাহমাত্রা 1/25 অংশ ভাবে
B) রোধ 25 গুণ হবে
C) প্রবাহমাত্রা 1/5 গুণ হবে
D) রোধ 5 গুণ হবে
42. পরিবাহীর রোধ ও তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে এবং প্রবাহমাত্রা 3 গুন বৃদ্ধি করলে পরিবাহীতে উৎপন্ন তাপ -( CAT-2)
A) 9 গুন বৃদ্ধি পাবে
B) 3 গুন বৃদ্ধি পাবে
C) 9 গুন হ্রাস পাবে
D) বৃদ্ধি পাবে
43. নিচের কোনগুলি সত্য -( CAT-2)
A) P=V/I
B) P=V^2.R
C) P=I^2.R
D) P=WT
44. 2 ওয়াট ঘন্টা = ? -( CAT-2)
A) 7200 ওয়াট সেকেন্ড
B) 2 জুল
C) 3600 জুল
D) 7200 জুল
45. 3 BOT = ? -( CAT-2)
A) 3 kwh
B) 108 x 10^5 জুল
C) 3.6 x 10^6 জুল
D) 8.6 x 10^5 cal
46. টিন এবং সিসা তৈরি সংকর ধাতুর ফিউজ তার ব্যবহার করা হয় | এক্ষেত্রে টিন এর পরিমাণ কত হয় – a) 10 %
b) 20 %
c) 25 %
d) 30 %
47. 100 W এর কোনো বাতি যদি তিন ঘন্টা চলে তাহলে BOT এককে ক্ষমতা কত?
A) 0.03 BOT
B) 3000 BOT
C) 0.3 BOT
D) 30 BOT
48. একটি বৈদ্যুতিক বাল্ব 2 মিনিট সময়ে 7.2 কিলোজুল তড়িৎশক্তি খরচ করে বাল্বটির ক্ষমতা কত ?
A) 60 ওয়াট
B) 80 ওয়াট
C) 120 ওয়াট
D) 70 ওয়াট
49. 5 cm, 4 cm, 3 cm, 2 cm ব্যাস বিশিষ্ট তারের মধ্য দিয়ে সমমানের তড়িৎ পাঠালে কোনটি বেশি উত্তপ্ত হবে ?
A) 5 cm
B) 4 cm
C) 3 cm
D) 2 cm
50. 5 ওহম রোধ বিশিষ্ট একটি তারের মধ্য দিয়ে এক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 35 মিনিট চললে কি পরিমান তাপ উৎপন্ন হবে ?
a) 11500 জুল
b) 10500 জুল
c) 12500 জুল
d) 8600 জুল
51. তিনটি 100 watt এর বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে 10 দিন জ্বালানো হলো | ইউনিট চার্জ 6 টাকা হলে কত টাকার বিল মেটাতে হবে ?
A)10 টাকার বিল
B) 99 টাকার বিল
C) 90 টাকার বিল
D) 80 টাকার বিল
52. কোন একটি পরিবাহীর মধ্য দিয়ে 1 ঘন্টা 15 মিনিট ধরে 9000 C তড়িদাধান প্রবাহিত হল | পরিবাহীটিতে কত প্রবাহমাত্রা সৃষ্টি হবে ?
A) 2A
B) 8A
C) 5A
D) 10A
53. পরিবাহীতে তড়িৎপ্রবাহের অভিমুখ উলটে দিলে –
A) একই পরিমাণ তাপ উৎপন্ন হবে
B) বেশি পরিমাণ তাপ উৎপন্ন হবে
C) কম পরিমাণ তাপ উৎপন্ন হবে
D) পরিবাহী শীতল হবে
54. ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম তর্জনী –
a) তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে
b) চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে
c) পরিবাহীর গতির অভিমুখে নির্দেশ করে
d) এদের সবগুলি
55. দুটি 60W-220V বাতির রোজ 5 ঘণ্টা করে দশ দিন জানানো হল | প্রতি ইউনিটে 65 পয়সা দিতে হলে মোট কত টাকা দিতে হবে ?
a) 5.90 টাকা
b) 4.30 টাকা
c) 3.90 টাকা
d) 5.50 টাকা
56. দুটি বাতি রেটিং হল 220V-200W ও 220V-100W এদের শ্রেণীতে যুক্ত করলে কোনটি বেশি উজ্জ্বল হবে –
a) 100 W ক্ষমতার বাতি
b) 200 W ক্ষমতার বাতি
c) সমান উজ্জ্বল হবে
d) যেকোনো একটি উজ্জলতা বেশি হবে
57. 12 ওহম তারের সাথে কত ওহম রোধের তার সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধ হবে 8 ওহম ?
a) 16 ওহম
b) 8 ওহম
c) 24 ওহম
d) 20 ওহম
58. বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ হলো
a) বায়ুমণ্ডলীয় চাপ
b) সান্দ্রতা
c) প্লবতা
d) পৃষ্ঠটান
59. সান্দ্রতার সিজিএস পদ্ধতিতে একক কি?
a) ডেকাপয়েজ
b) পয়েজ
c) ডেসিবেল
d) N/m
60. কোন পদার্থের সান্দ্রতা বেশি ?
a) জল
b) পারদ
c) অক্সিজেন
d) হাইড্রোজেন
61. He is _______ nothing fellow.
A) good for
B) good at
C) good with
D) good to
62. “Glance through” implies:
A) Reading something carefully
B) Quickly going through or reviewing something
C) Ignoring something
D) Writing something
63. The college is _______ and I go to college on foot.
A) hard by
B) hard for
C) hard with
D) hard to
64. Wise persons have _______ the reality of life
A) insight into
B) insight with
C) insight for
D) insight to
65. “Inquire for/about” is used to ask about:
A) A person
B) A thing
C) A place
D) An event
66. I _______ him the name of his father.
A) inquired of
B) inquired after
C) inquired for|
D) inquired to
67. He _______ the room but was turned out.
A) intruded into
B) intruded on
C) intruded for
D) intruded to
68. He seems greatly _______ my refusal.
A) irritated to
B) irritated with
C) irritated for
D) irritated at
69. what is the meaning of Chauvinist
a) a critical judge of any art and craft
b) a person who is blindly devoted to an idea
c) one who feeds on flesh.
d) one who feeds on human flesh
70. what is the meaning of Atheist
a) an uncoventional style of living
b) one who is filled with excessive enthusiasm in religious matters (Syn.-Fanatic)
c) one who is unable to pay his debts (Syn.-Insolvent)
d) a person who does not believe in God
71. what is the meaning of Epicure
a) a person who leaves his country to settle in another country
b) one who is for pleasure of eating and drinking
c) one who often talks of his achievements
d) a lover of oneself, of one’s advancement
72. what is the meaning of Heretic
a) a connoisseur of food
b) a husband ruled by his wife
c) one who believes that sensual pleasure is the chief good
d) one who acts against religion
73. what is the meaning of Agnostic
a) one who is not sure about God’s existence
b) a lover of mankind (Syn.-Philanthropist)
c) one who does a thing for pleasure and not as a profession
d) one who can use either hand with ease
74. what is the meaning of Convalescent
a) a girl/woman who flirts with men
b) persons living at the same time
c) one who is recovering health after illness
d) one who feeds on human flesh
75. what is the meaning of Anarchist
a) one who is out to destroy all governments, peace and order
b) a person who has changed his faith
c) a person appointed by two parties to solve a dispute
d) one who leads an austere life
76. What does WTO stand for?
a) World Tourism Organization
b) World Trade Organization
c) Western Treaty Office
d) Worldwide Transport Organization
77. What is the full form of GATT?
a) Global Agreement on Trade and Tariffs
b) General Agreement on Tariffs and Trade
c) Government Alliance for Trade Transactions
d) Group for Agricultural Trade Terms
78. Where is the headquarters of UNHCR located?
a) Vienna, Austria
b) Geneva, Switzerland
c) New York, USA
d) The Hague, Netherlands
79. What does NABARD stand for?
a) National Bank for Agricultural Research and Development
b) National Bureau for Rural Development
c) National Bank for Agriculture and Rural Development
d) National Agency for Banking and Rural Development
80. Where is the headquarters of UNICEF located?
a) Paris, France
b) New York, USA
c) Geneva, Switzerland
d) The Hague, Netherlands
81. What is the full form of IFFCO?
a) Indian Federation for Fertilizer and Crop Optimization
b) Indian Farmers Fertiliser Cooperative Limited
c) International Forum for Farming and Cooperation
d) Indian Foundation for Fertilizer and Organic Cultivation
82. What is the full form of UNESCO?
a) United Nations Economic and Social Council
b) United Nations Environment and Science Organization
c) Universal Network for Scientific Cooperation
d) United Nations Educational, Scientific and Cultural Organization
83. What is the full form of WADA?
a) World Anti-Doping Agency
b) Worldwide Athletic Development Association
c) Western Alliance for Drug Awareness
d) World Anti-Drug Administration
84. What does OECD stand for?
a) Organization for Environmental Cooperation and Development
b) Organisation for Economic Co-operation and Development
c) Office for European Commercial Development
d) Organization for Educational and Cultural Development
85. What does FICCI stand for?
a) Federation of International Chambers of Commerce and Industry
b) Foundation for Industrial and Commercial Cooperation
c) Federation of Indian Chambers of Commerce and Industry
d) Forum for Indian Commercial and Industrial Collaboration
86. যদি একটি বৃত্ত এবং একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হয় তাহলে তাদের পরিসীমার অনুপাত –
(a) 1:1
(b) 2 : π
(c) π : 2
(d) √π : 2
87. 21 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল কত?
420 বর্গ সেমি
462 বর্গ মি
541 বর্গ সেমি
462 বর্গ সেমি
88. একটি বর্গক্ষেত্রের অন্তবৃত্ত ও বহিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত ?
(a) 1:2
(b) √2:1
(c) 1:√2
(d) 2:1
89. যদি একটি বৃত্তের ব্যাসার্ধ 200% বৃদ্ধি করা হয়, তাহলে তার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে-
(a) 200%
(b) 400%
(c) 800%
(d) 900%
90. যদি একটি বৃত্তের ব্যাসার্ধ 1 সেমি বাড়ানো হয় তাহলে তার ক্ষেত্রফল 22 বর্গ সেমি বৃদ্ধি পায়, তাহলে মূল বৃত্তটির ব্যাসার্ধ কত?
A) 3 সেমি
B) 3.2 সেমি
C) 3.5 সেমি
D) 6 সেমি
91. একটি বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পেলে, পরিধি শতকরা কত বৃদ্ধি পাবে?
a) 10%
b) 20%
c) 30%
d) 25%
92. দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3 হলে, ক্ষেত্রফল এর অনুপাত কত হবে?
A) 2:3
B) 2:5
C) 4:9
D) 7:11
93. যদি বৃত্তের ব্যাসার্ধ 50% কমানো হয়, তাহলে তার ক্ষেত্রফল শতকরা হারে কি পরিবর্তন হবে?
A) 50% কমবে
B) 75% কমবে
C) 25% কমবে
D) 50% বাড়বে
94. একটি বৃত্তের পরিসীমা একটি বর্গক্ষেত্রে পরিসীমার সমান তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
A) 4:1
B) 14:11
C) 11:7
D) 22:7
95. বৃত্তাকার পার্কের পরিধি ও ব্যাসার্ধের পার্থক্য 37 মিটার হলে, পার্কের ব্যাসার্ধ কত?
a) 20 মিটার
b) 12 মিটার
c) 4 মিটার
d) 7 মিটার
96. Answer the question mentioned in the below image

answer : C
97. Answer the question mentioned in the below image

answer : A
98. Answer the question mentioned in the below image

answer : D
99. Answer the question mentioned in the below image

answer : B
100. Answer the question mentioned in the below image

answer : D
ANM GNM 2025 Weekly Mock Test 28th | Download PDF With Answers |
- কোষ বিভাজন ও কোষচক্র Questions 2nd Part
- কোষচক্র এবং কোষবিভাজন MCQs
- ANM GNM 2025 Exam date, Apply Date OUT, Check DatesHello Students after a long time, finally WBJEEB has published a time line, which gives us dates of Application, Exam etc. : The Important Dates ANM GNM 2025 Apply Date… Read more: ANM GNM 2025 Exam date, Apply Date OUT, Check Dates
- SLST মামলায় বড় ধাক্কা ওয়েটিং লিস্টের প্রার্থীদের! সুপ্রিম কোর্টে মামলা খারিজ, নতুন শিক্ষক নিয়োগের পথ মসৃণ!শিক্ষক নিয়োগ নিয়ে দীর্ঘদিনের আইনি লড়াইয়ের অবসান ঘটিয়ে অবশেষে এল সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়। রাজ্যের দ্বিতীয় SLST বা স্টেট লেভেল সিলেকশন টেস্ট সংক্রান্ত মামলাটি সরাসরি খারিজ করে দিল দেশের সর্বোচ্চ… Read more: SLST মামলায় বড় ধাক্কা ওয়েটিং লিস্টের প্রার্থীদের! সুপ্রিম কোর্টে মামলা খারিজ, নতুন শিক্ষক নিয়োগের পথ মসৃণ!
- অবশেষে অপেক্ষার অবসান? ৪ঠা আগস্ট ডিএ মামলার শুনানি! রাজ্য সরকারি কর্মীদের মুখে ফুটতে চলেছে হাসি!অবশেষে ৪ঠা আগস্ট ডিএ মামলার শুনানি? সুপ্রিম কোর্টের তালিকায় নাম না থাকলেও সাপ্লিমেন্টারি লিস্টে আসার আশায় বুক বাঁধছেন লক্ষ লক্ষ সরকারি কর্মী। জানুন মামলার সর্বশেষ আপডেট।
- ANM GNM 2025 Weekly Mock Test #30This is weekly mock test questions for ANM GNM 2025. This will very helpful for coming entrance exam. This mock test contains all subject’s questions. You can also download ANM… Read more: ANM GNM 2025 Weekly Mock Test #30
- ANM GNM 2025 New Exam Date OUTThe West Bengal Joint Entrance Examinations Board (WBJEEB) has released the tentative schedule for the much-anticipated ANM (Auxiliary Nursing and Midwifery) and GNM (General Nursing and Midwifery) Entrance Examination for… Read more: ANM GNM 2025 New Exam Date OUT
- ANM GNM Physcial Science Quiz ElectrolysisIn this page, we have shared very important quiz for your upcoming ANM GNM 2025 Entrance Exam of Physical Science. This quiz contains questions from Electrolysis (তড়িৎ বিশ্লেষণ) i.e. very… Read more: ANM GNM Physcial Science Quiz Electrolysis
- ANM GNM 2025 Weekly Mock Test #27This is weekly mock test questions for ANM GNM 2025 number 27. This will very helpful for upcoming anm gnm 2025 entrance exam. This mock test contains all subject’s questions.… Read more: ANM GNM 2025 Weekly Mock Test #27
- ANM GNM English Grammar One Word Substitution QuizIn this page, we have shared very important quiz for your upcoming ANM GNM 2025 Entrance Exam. This quiz contains questions from One Word Substitutions i.e. very important topic from… Read more: ANM GNM English Grammar One Word Substitution Quiz