Crack your ANM GNM 2025 entrance exam surely. Take our free mock test featuring questions on. Boost your preparation at anmgnm.in for Daily Mock Test.
কেন ANM GNM 2025 Mock Test গুরুত্বপূর্ণ?
- পরীক্ষার ধরণ সম্পর্কে ধারণা: মক টেস্ট দিলে পরীক্ষার আসল প্রশ্নের ধরণ, নম্বর বিভাজন এবং সময়সীমা সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয়।
- সময় ব্যবস্থাপনার দক্ষতা: নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার অভ্যাস তৈরি হয়, যা মূল পরীক্ষার হলে অত্যন্ত সহায়ক।
- দুর্বলতা চিহ্নিতকরণ: কোন কোন বিষয়ে আপনি পিছিয়ে আছেন বা কোন ধরণের প্রশ্নে বেশি সমস্যা হচ্ছে, তা মক টেস্টের মাধ্যমে সহজেই চিহ্নিত করা যায়।
- আত্মবিশ্বাস বৃদ্ধি: নিয়মিত মক টেস্টে ভালো ফল করলে আত্মবিশ্বাস বাড়ে এবং পরীক্ষার ভীতি কমে।
- সম্পূর্ণ সিলেবাস রিভিশন: মক টেস্টগুলি সাধারণত সম্পূর্ণ সিলেবাসের উপর ভিত্তি করে তৈরি হয়, ফলে আপনার রিভিশনও সম্পূর্ণ হয়।
(বিভাগ – ১: জীবন বিজ্ঞান – Life Science)
- অঙ্গার আত্তীকরণ সম্পর্কে নিজের কোন তথ্য গুলি মিথ্যা-( CAT-2)
A) এটি আলোক নিরপেক্ষ প্রক্রিয়া
B) ক্লোরোফিল অংশগ্রহণ করে
C) অক্সিজেন নির্গত হয়
D) ক্লোরোপ্লাস্ট এর স্ট্রোমা অংশে সংগঠিত হয়(A) (B) (C) (D) (AB) (AC) (AD) (BC) (BD) (CD) (ABC) (ABD) (ACD) (BCD) (ABCD) - নিচের কোনগুলি ফাইকোবিলিন-( CAT-2)
A) ক্লোরোফিল
B) ক্যারোটিন
C) জ্যান্থোফিল
D) ফাইকোএরিথ্রিন(A) (B) (C) (D) (AB) (AC) (AD) (BC) (BD) (CD) (ABC) (ABD) (ACD) (BCD) (ABCD) - আবর্তকার ফটোফসফরাইলেরেশন সম্পর্কিত নিচের কোন তথ্য গুলি সত্য-( CAT-2)
A) কেবলমাত্র PS-I অংশগ্রহণ করে
B) এই ক্ষেত্রে একটি পর্যায়ে ATP সংশ্লেষ ঘটে
C) NADP+ এর বিজারণ ঘটে
D) দীর্ঘতর তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মি অংশগ্রহণ করে(A) (B) (C) (D) (AB) (AC) (AD) (BC) (BD) (CD) (ABC) (ABD) (ACD) (BCD) (ABCD) - সালোকসংশ্লেষের আলোক দশা সম্পর্কিত নিচের কোন তথ্যটি/তথ্যগুলি সত্য-( CAT-2)
A) এটি সালোকসংশ্লেষের প্রথম পর্যায়ের প্রক্রিয়া
B) ফটোলাইসিসের মাধ্যমে হাইড্রোক্সিল আয়ন উৎপাদিত হয়
C) RuBP বাতাসের কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে
D) প্লাস্টিডের স্ট্রোমায় সম্পন্ন হয়(A) (B) (C) (D) (AB) (AC) (AD) (BC) (BD) (CD) (ABC) (ABD) (ACD) (BCD) (ABCD) - সালোকসংশ্লেষের অন্ধকার দশা উৎপন্ন দ্রব্যগুলি হল-( CAT-2)
A) ATP
B) NADH+H+
C) O2
D) C6H12O6(A) (B) (C) (D) (AB) (AC) (AD) (BC) (BD) (CD) (ABC) (ABD) (ACD) (BCD) (ABCD) - সালোকসংশ্লেষের কার্য বর্ণালীর অংশ গুলি হল-( CAT-2)
A) লাল বর্ণের অংশ
B) বেগুনি বর্ণের অংশ
C) নীল বর্ণের অংশ
D) সবুজ বর্ণের অংশ(A) (B) (C) (D) (AB) (AC) (AD) (BC) (BD) (CD) (ABC) (ABD) (ACD) (BCD) (ABCD) - নিচের কোন বক্তব্য গুলি সঠিক-( CAT-2)
A) PS-I এবং PS-II থেকে নির্গত ইলেকট্রন স্থানান্তর পথকে Z প্রকল্প আখ্যা দেন হিল ও বেন্ডাল
B) অচক্রাকার ফোটোফসফোরাইলেশন চক্রে 2 অণু ATP উৎপন্ন হয়
C) চক্রাকার ফোটোফসফোরাইলেশন চক্রে 1 অণু ATP উৎপন্ন হয়
D) ATP কে বলা হয় এনার্জি কারেন্সি(A) (B) (C) (D) (AB) (AC) (AD) (BC) (BD) (CD) (ABC) (ABD) (ACD) (BCD) (ABCD) - উদ্ভিদের ম্যাক্রো পরিপোষক উপাদান গুলি হল-( CAT-2)
A) C
B) B
C) Cl
D) Zn(A) (B) (C) (D) (AB) (AC) (AD) (BC) (BD) (CD) (ABC) (ABD) (ACD) (BCD) (ABCD) - সালোকসংশ্লেষে আলোকে বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ গুলি হল-( CAT-2)
A) NADPH+H+
B) O2
C) H2O
D) ADP(A) (B) (C) (D) (AB) (AC) (AD) (BC) (BD) (CD) (ABC) (ABD) (ACD) (BCD) (ABCD) - নিচের কোনগুলি আলোকে নিরপেক্ষ দশার অংশ-( CAT-2)
A) PGA গঠন
B) NADP+ এর বিজারণ
C) জলের আলোক বিশ্লেষণ
D) ফটো ফসফোরাইলেশন(A) (B) (C) (D) (AB) (AC) (AD) (BC) (BD) (CD) (ABC) (ABD) (ACD) (BCD) (ABCD) - ব্যাকটেরিয়ার সালোকসংশ্লেষে হাইড্রোজেন দাতার ভূমিকা পালন করে –
a) H2SO4
b) H2O
c) H2S
d) NH3 - সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় বিজারিত হয় –
a) CO2
b) H2O
c) H2S
d) C6H12O6 - সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় জারিত হয়
a) CO2
b) H2O
c) H2S
d) C6H12O6 - সালোকসংশ্লেষে অক্ষম একটি উদ্ভিদ হল-
a) ক্লোরেল্লা
b) মিউকর
c) মস
d) ফার্ন - ক্লোরোফিল বি এর সংকেত হল ?
a) C55H70O6N4Mg
b) C6H12O6N4Mg
c) C55H68O6N4Mg
d) C55H72O5N4Mg - সাইটোক্রোম হল –
A) অক্সিজেন গ্রাহক
B) হাইড্রোজেন গ্রাহক
C) ইলেকট্রন গ্রাহক
D) তাপ গ্রাহক - নীচের কোন কো এনজাইমটি সালোকসংশ্লেষে ব্যবহৃত হয় না?
a) FAD
b) NADP
c) ADP
d) RuBP - সালোকসংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন যৌগ কোনটি?
a) NADP
b) ATP
c) PGA
d) ADP - সালোকসংশ্লেষ প্রক্রিয়ার ক্ষেত্রে সঠিক বক্তব্যটি হল –
A) এই প্রক্রিয়াটি কেবল ক্লোরোপ্লাস্টের গ্রানায় ঘটে
B) এই প্রক্রিয়ায় অক্সিজেনের আত্তিকরণ সম্পন্ন হয়
C) এই প্রক্রিয়ায় ফটোলাইসিস প্রক্রিয়া সম্পন্ন হয়
D) এই প্রক্রিয়ায় উৎপন্ন কার্বন জাতীয় প্রথম স্থায়ী যৌগ হল গ্লুকোজ - সালোকসংশ্লেষের ফলে উৎপন্ন অক্সিজেনের উৎস কোনটি ?
A) H2O
B) CO₂
C) NO₂
D) SO₂ - কেলভিন চক্র সাধিত হয় –
a) ক্লোরোপ্লাস্টে
b) ক্লোরোপ্লাস্টের গ্রানায়
c) ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়
d) মেসোফিল কলায় - নিচের কোনটি অন্ধকার বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ নয় ?
a) গ্লুকোজ
b) NADP+
c) ADP
d) ATP - এক অণু ATP-র মধ্যে কত কিলো ক্যালোরি শক্তি জমা হয় ?
a) 5.8
b) 7.4
c) 9.3
d) 2.5 - ফসফোরাইলেশন প্রক্রিয়া আবিষ্কার করেন
A) কেলভিন
B) আয়রন
C) প্রিস্টলি
D) ওয়ারবার্গ - 6 অনু কার্বন ডাই অক্সাইড এবং 6 অনু RuBP যুক্ত হয় কত অনু PGA উৎপন্ন করবে?
a) 3
b)6
c)12
d) 18 - চক্রাকার ফোটোফসফোরাইলেশনে উৎপন্ন হয়
A) NADPH
B) ATP এবং NADPH
C) ATP, NADPH এবং O2
D) শুধু ATP - RuBP দ্বারা CO2, আত্তীকরণের ফলে যে যৌগটি উৎপন্ন হয় তার কার্বন সংখ্যা হল –
A) 5
B) 6
C) 3
D) 4 - PS-II -তে সক্রিয় ক্লোরোফিল হল –
A) P680
B) P700
C) P673
D) P720 - সালোকসংশ্লোযের অন্ধকার দশায় কত অণু NADPH2 এর প্রয়োজন হয় ?
a) 1
b) 5
c) 2
d) 12 - অন্ধকার দশায় 1 অনু গ্লুকোজ উৎপন্ন হতে কত অনু PGAld প্রয়োজন?
a) 1
b) 2
c) 3
d) 4 - কেলভিন চক্রে 10 অনু PGAld কত অনু RuBP তে পরিণত হয়?
a) 6
b) 10
c)20
d) 1 - জলে নিমজ্জিত উদ্ভিদরা কোন অংশের মাধ্যমে CO2 গ্রহণ করে ?
a) পত্ররন্ধ্র
b) কিউটিক্ল
c) সমগ্র দেহতল
d) পাতা - নীচের কোনটি হিল বিকারক নয় –
A) ফেরিক অক্সালেট
B) ফেরিক সায়ানাইড
C) RuBP
D) NADP - নিচের কোন উৎসেকটি PS-I এর সাথে জড়িত ?
a) PQ
b) PC
c) Fd
d) সাইটোক্রোম যৌগ - প্রোটোপ্লাজমকে ‘জীবনের ভৌত ভিত্তি’ রূপে কে বর্ণনা করেন ?
a) বিজ্ঞানী হাক্সলে
b) বিজ্ঞানী কার্টিস
c) ডিক্সন ও জলি
d) স্টিফেন হেলস - হেক্সওকাইনেজ উৎসেচকের কোফ্যাক্টর রূপে কাজ করে-
a) Mn
b) Mg
c) P
d) K - পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে –
a) Mg
b) Ca
c) K
d) Fe - অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ উৎসেচকের কোফ্যাক্টর রূপে কাজ করে –
a) Fe
b) Zn
c) Mn
d) Mg - ফুলকপিতে হুইপটেল রোগ হয় কিসের অভাবে?
a) Mo
b) Mg
c) P
d) Fe - বিনে স্কাল্ড রোগ হয় কিসের অভাবে?
a) Fe
b) P
c) Mg
d) Mo
(বিভাগ – ২: ভৌত বিজ্ঞান – Physical Science)
- একটি তামার তার কে টেনে পাঁচগুণ লম্বা করা হলে নিচের কোনটি/কোনগুলি সত্য? -( CAT-2)
A) প্রবাহমাত্রা 1/25 অংশ ভাবে
B) রোধ 25 গুণ হবে
C) প্রবাহমাত্রা 1/5 গুণ হবে
D) রোধ 5 গুণ হবে(A) (B) (C) (D) (AB) (AC) (AD) (BC) (BD) (CD) (ABC) (ABD) (ACD) (BCD) (ABCD) - পরিবাহীর রোধ ও তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে এবং প্রবাহমাত্রা 3 গুন বৃদ্ধি করলে পরিবাহীতে উৎপন্ন তাপ -( CAT-2)
A) 9 গুন বৃদ্ধি পাবে
B) 3 গুন বৃদ্ধি পাবে
C) 9 গুন হ্রাস পাবে
D) বৃদ্ধি পাবে(A) (B) (C) (D) (AB) (AC) (AD) (BC) (BD) (CD) (ABC) (ABD) (ACD) (BCD) (ABCD) - নিচের কোনগুলি সত্য -( CAT-2)
A) P=V/I
B) P=V^2.R
C) P=I^2.R
D) P=WT(A) (B) (C) (D) (AB) (AC) (AD) (BC) (BD) (CD) (ABC) (ABD) (ACD) (BCD) (ABCD) - 2 ওয়াট ঘন্টা = ? -( CAT-2)
A) 7200 ওয়াট সেকেন্ড
B) 2 জুল
C) 3600 জুল
D) 7200 জুল(A) (B) (C) (D) (AB) (AC) (AD) (BC) (BD) (CD) (ABC) (ABD) (ACD) (BCD) (ABCD) - 3 BOT = ? -( CAT-2)
A) 3 kwh
B) 108 x 10^5 জুল
C) 3.6 x 10^6 জুল
D) 8.6 x 10^5 cal(A) (B) (C) (D) (AB) (AC) (AD) (BC) (BD) (CD) (ABC) (ABD) (ACD) (BCD) (ABCD) - টিন এবং সিসা তৈরি সংকর ধাতুর ফিউজ তার ব্যবহার করা হয় | এক্ষেত্রে টিন এর পরিমাণ কত হয় –
a) 10 %
b) 20 %
c) 25 %
d) 30 % - 100 W এর কোনো বাতি যদি তিন ঘন্টা চলে তাহলে BOT এককে ক্ষমতা কত?
A) 0.03 BOT
B) 3000 BOT
C) 0.3 BOT
D) 30 BOT - একটি বৈদ্যুতিক বাল্ব 2 মিনিট সময়ে 7.2 কিলোজুল তড়িৎশক্তি খরচ করে বাল্বটির ক্ষমতা কত ?
A) 60 ওয়াট
B) 80 ওয়াট
C) 120 ওয়াট
D) 70 ওয়াট - 5 cm, 4 cm, 3 cm, 2 cm ব্যাস বিশিষ্ট তারের মধ্য দিয়ে সমমানের তড়িৎ পাঠালে কোনটি বেশি উত্তপ্ত হবে ?
A) 5 cm
B) 4 cm
C) 3 cm
D) 2 cm - 5 ওহম রোধ বিশিষ্ট একটি তারের মধ্য দিয়ে এক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 35 মিনিট চললে কি পরিমান তাপ উৎপন্ন হবে ?
a) 11500 জুল
b) 10500 জুল
c) 12500 জুল
d) 8600 জুল - তিনটি 100 watt এর বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে 10 দিন জ্বালানো হলো | ইউনিট চার্জ 6 টাকা হলে কত টাকার বিল মেটাতে হবে ?
A)10 টাকার বিল
B) 99 টাকার বিল
C) 90 টাকার বিল
D) 80 টাকার বিল - কোন একটি পরিবাহীর মধ্য দিয়ে 1 ঘন্টা 15 মিনিট ধরে 9000 C তড়িদাধান প্রবাহিত হল | পরিবাহীটিতে কত প্রবাহমাত্রা সৃষ্টি হবে ?
A) 2A
B) 8A
C) 5A
D) 10A - পরিবাহীতে তড়িৎপ্রবাহের অভিমুখ উলটে দিলে –
A) একই পরিমাণ তাপ উৎপন্ন হবে
B) বেশি পরিমাণ তাপ উৎপন্ন হবে
C) কম পরিমাণ তাপ উৎপন্ন হবে
D) পরিবাহী শীতল হবে - ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম তর্জনী –
a) তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে
b) চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে
c) পরিবাহীর গতির অভিমুখে নির্দেশ করে
d) এদের সবগুলি - দুটি 60W-220V বাতির রোজ 5 ঘণ্টা করে দশ দিন জানানো হল | প্রতি ইউনিটে 65 পয়সা দিতে হলে মোট কত টাকা দিতে হবে ?
a) 5.90 টাকা
b) 4.30 টাকা
c) 3.90 টাকা
d) 5.50 টাকা - দুটি বাতি রেটিং হল 220V-200W ও 220V-100W এদের শ্রেণীতে যুক্ত করলে কোনটি বেশি উজ্জ্বল হবে –
a) 100 W ক্ষমতার বাতি
b) 200 W ক্ষমতার বাতি
c) সমান উজ্জ্বল হবে
d) যেকোনো একটি উজ্জলতা বেশি হবে - 12 ওহম তারের সাথে কত ওহম রোধের তার সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধ হবে 8 ওহম ?
a) 16 ওহম
b) 8 ওহম
c) 24 ওহম
d) 20 ওহম - বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ হলো
a) বায়ুমণ্ডলীয় চাপ
b) সান্দ্রতা
c) প্লবতা
d) পৃষ্ঠটান - সান্দ্রতার সিজিএস পদ্ধতিতে একক কি?
a) ডেকাপয়েজ
b) পয়েজ
c) ডেসিবেল
d) N/m - কোন পদার্থের সান্দ্রতা বেশি ?
a) জল
b) পারদ
c) অক্সিজেন
d) হাইড্রোজেন
(বিভাগ – ৩: ইংরেজি – English Vocabulary & Grammar – প্রশ্ন বাংলা হরফে দেওয়া হলো, কিন্তু পরীক্ষার প্রেক্ষাপটে ইংরেজি প্রশ্নাবলী থাকবে)
- He is _______ nothing fellow.
A) good for
B) good at
C) good with
D) good to - “Glance through” implies:
A) Reading something carefully
B) Quickly going through or reviewing something
C) Ignoring something
D) Writing something - The college is _______ and I go to college on foot.
A) hard by
B) hard for
C) hard with
D) hard to - Wise persons have _______ the reality of life
A) insight into
B) insight with
C) insight for
D) insight to - “Inquire for/about” is used to ask about:
A) A person
B) A thing
C) A place
D) An event - I _______ him the name of his father.
A) inquired of
B) inquired after
C) inquired for
D) inquired to - He _______ the room but was turned out.
A) intruded into
B) intruded on
C) intruded for
D) intruded to - He seems greatly _______ my refusal.
A) irritated to
B) irritated with
C) irritated for
D) irritated at - what is is the meaning of Chauvinist (চভিনিস্ট শব্দটির অর্থ কী?)
a) a critical judge of any art and craft (শিল্প ও কারুকার্যের সমালোচক বিচারক)
b) a person who is blindly devoted to an idea (একজন ব্যক্তি যিনি অন্ধভাবে একটি ধারণার প্রতি অনুগত)
c) one who feeds on flesh. (যে মাংস ভক্ষণ করে)
d) one who feeds on human flesh (যে নরমাংস ভক্ষণ করে) - what is is the meaning of Atheist (এথিস্ট শব্দটির অর্থ কী?)
a) an uncoventional style of living (একটি অপ্রচলিত জীবনধারা)
b) one who is filled with excessive enthusiasm in religious matters (Syn.-Fanatic) (যে ধর্মীয় বিষয়ে অতিরিক্ত উৎসাহে পূর্ণ)
c) one who is unable to pay his debts (Syn.-Insolvent) (যে তার ঋণ পরিশোধ করতে অক্ষম)
d) a person who does not believe in God (একজন ব্যক্তি যিনি ঈশ্বরে বিশ্বাস করেন না) - what is is the meaning of Epicure (এপিকিওর শব্দটির অর্থ কী?)
a) a person who leaves his country to settle in another country (একজন ব্যক্তি যিনি অন্য দেশে স্থায়ীভাবে বসবাসের জন্য নিজের দেশ ত্যাগ করেন)
b) one who is for pleasure of eating and drinking (যে খাওয়া-দাওয়ার আনন্দের জন্য বাঁচে)
c) one who often talks of his achievements (যে প্রায়শই তার কৃতিত্বের কথা বলে)
d) a lover of oneself, of one’s advancement (আত্মপ্রেমী, নিজের উন্নতির প্রেমিক) - what is is the meaning of Heretic (হেরেটিক শব্দটির অর্থ কী?)
a) a connoisseur of food (খাদ্যরসিক)
b) a husband ruled by his wife (স্ত্রীর দ্বারা শাসিত স্বামী)
c) one who believes that sensual pleasure is the chief good (যে বিশ্বাস করে ইন্দ্রিয়সুখই প্রধান মঙ্গল)
d) one who acts against religion (যে ধর্মের বিরুদ্ধে কাজ করে) - what is is the meaning of Agnostic (অ্যাগনস্টিক শব্দটির অর্থ কী?)
a) one who is not sure about God’s existence (যে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত নয়)
b) a lover of mankind (Syn.-Philanthropist) (মানবপ্রেমী)
c) one who does a thing for pleasure and not as a profession (যে আনন্দের জন্য কিছু করে, পেশা হিসেবে নয়)
d) one who can use either hand with ease (যে উভয় হাত সহজে ব্যবহার করতে পারে) - what is is the meaning of Convalescent (কনভ্যালেসেন্ট শব্দটির অর্থ কী?)
a) a girl/woman who flirts with men (মেয়ে/মহিলা যে পুরুষদের সাথে ফ্লার্ট করে)
b) persons living at the same time (একই সময়ে বসবাসকারী ব্যক্তিরা)
c) one who is recovering health after illness (অসুস্থতার পর স্বাস্থ্য পুনরুদ্ধার করছে এমন ব্যক্তি)
d) one who feeds on human flesh (যে নরমাংস ভক্ষণ করে) - what is is the meaning of Anarchist (অ্যানার্কিস্ট শব্দটির অর্থ কী?)
a) one who is out to destroy all governments, peace and order (যে সমস্ত সরকার, শান্তি ও শৃঙ্খলা ধ্বংস করতে উদ্যত)
b) a person who has changed his faith (একজন ব্যক্তি যিনি তার বিশ্বাস পরিবর্তন করেছেন)
c) a person appointed by two parties to solve a dispute (একটি বিরোধ নিষ্পত্তির জন্য দুই পক্ষের দ্বারা নিযুক্ত ব্যক্তি)
d) one who leads an austere life (যে কঠোর জীবনযাপন করে)
(বিভাগ – ৪: সাধারণ জ্ঞান – General Knowledge – GK)
- What does WTO stand for? (WTO -এর পুরো নাম কী?)
a) World Tourism Organization
b) World Trade Organization
c) Western Treaty Office
d) Worldwide Transport Organization - What is the full form of GATT? (GATT -এর পুরো নাম কী?)
a) Global Agreement on Trade and Tariffs
b) General Agreement on Tariffs and Trade
c) Government Alliance for Trade Transactions
d) Group for Agricultural Trade Terms - Where is the headquarters of UNHCR located? (UNHCR -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?)
a) Vienna, Austria
b) Geneva, Switzerland
c) New York, USA
d) The Hague, Netherlands - What does NABARD stand for? (NABARD -এর পুরো নাম কী?)
a) National Bank for Agricultural Research and Development
b) National Bureau for Rural Development
c) National Bank for Agriculture and Rural Development
d) National Agency for Banking and Rural Development - Where is the headquarters of UNICEF located? (UNICEF -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?)
a) Paris, France
b) New York, USA
c) Geneva, Switzerland
d) The Hague, Netherlands - What is the full form of IFFCO? (IFFCO -এর পুরো নাম কী?)
a) Indian Federation for Fertilizer and Crop Optimization
b) Indian Farmers Fertiliser Cooperative Limited
c) International Forum for Farming and Cooperation
d) Indian Foundation for Fertilizer and Organic Cultivation - What is the full form of UNESCO? (UNESCO -এর পুরো নাম কী?)
a) United Nations Economic and Social Council
b) United Nations Environment and Science Organization
c) Universal Network for Scientific Cooperation
d) United Nations Educational, Scientific and Cultural Organization - What is the full form of WADA? (WADA -এর পুরো নাম কী?)
a) World Anti-Doping Agency
b) Worldwide Athletic Development Association
c) Western Alliance for Drug Awareness
d) World Anti-Drug Administration - What does OECD stand for? (OECD -এর পুরো নাম কী?)
a) Organization for Environmental Cooperation and Development
b) Organisation for Economic Co-operation and Development
c) Office for European Commercial Development
d) Organization for Educational and Cultural Development - What does FICCI stand for? (FICCI -এর পুরো নাম কী?)
a) Federation of International Chambers of Commerce and Industry
b) Foundation for Industrial and Commercial Cooperation
c) Federation of Indian Chambers of Commerce and Industry
d) Forum for Indian Commercial and Industrial Collaboration
(বিভাগ – ৫: গণিত – Mathematics)
- যদি একটি বৃত্ত এবং একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হয় তাহলে তাদের পরিসীমার অনুপাত –
(a) 1:1
(b) 2 : π
(c) π : 2
(d) √π : 2 - 21 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল কত?
(a) 420 বর্গ সেমি
(b) 462 বর্গ মি
(c) 541 বর্গ সেমি
(d) 462 বর্গ সেমি - একটি বর্গক্ষেত্রের অন্তবৃত্ত ও বহিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত ?
(a) 1:2
(b) √2:1
(c) 1:√2
(d) 2:1 - যদি একটি বৃত্তের ব্যাসার্ধ 200% বৃদ্ধি করা হয়, তাহলে তার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে-
(a) 200%
(b) 400%
(c) 800%
(d) 900% - যদি একটি বৃত্তের ব্যাসার্ধ 1 সেমি বাড়ানো হয় তাহলে তার ক্ষেত্রফল 22 বর্গ সেমি বৃদ্ধি পায়, তাহলে মূল বৃত্তটির ব্যাসার্ধ কত?
A) 3 সেমি
B) 3.2 সেমি
C) 3.5 সেমি
D) 6 সেমি - একটি বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পেলে, পরিধি শতকরা কত বৃদ্ধি পাবে?
a) 10%
b) 20%
c) 30%
d) 25% - দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3 হলে, ক্ষেত্রফল এর অনুপাত কত হবে?
A) 2:3
B) 2:5
C) 4:9
D) 7:11 - যদি বৃত্তের ব্যাসার্ধ 50% কমানো হয়, তাহলে তার ক্ষেত্রফল শতকরা হারে কি পরিবর্তন হবে?
A) 50% কমবে
B) 75% কমবে
C) 25% কমবে
D) 50% বাড়বে - একটি বৃত্তের পরিসীমা একটি বর্গক্ষেত্রে পরিসীমার সমান তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
A) 4:1
B) 14:11
C) 11:7
D) 22:7 - বৃত্তাকার পার্কের পরিধি ও ব্যাসার্ধের পার্থক্য 37 মিটার হলে, পার্কের ব্যাসার্ধ কত?
a) 20 মিটার
b) 12 মিটার
c) 4 মিটার
d) 7 মিটার