কোষ বিভাজন ও কোষচক্র Questions 2nd PartBy Admin / September 25, 2025 1. প্রদত্ত সারণী অনুযায়ী, ধান উদ্ভিদের মাইটোসিস দশার মেটাফেজ পর্যায়ের সময়কাল কত? 12 ঘণ্টা 65 মিনিট 15 মিনিট 25 মিনিট 2. কোন প্রকার মাইটোসিসে নিউক্লিয়াসের মধ্যে আদর্শ স্পিন্ডল গঠিত হয় কিন্তু নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয় না? আদর্শ মাইটোসিস বা ইউমাইটোসিস ছদ্ম মাইটোসিস বা ক্রিপ্টোমাইটোসিস আদি মাইটোসিস বা ইনট্রানিউক্লিয়ার মাইটোসিস প্যারামাইটোসিস 3. প্রাণীকোষের ক্ষেত্রে ইন্টারফেজ দশায় সেন্ট্রোজোমের বিভাজনের পর প্রোফেজ দশায় নতুন সেন্ট্রোজোমকে ঘিরে কোন রশ্মির আবির্ভাব ঘটে? অবিচ্ছিন্ন তন্তু ক্রোমোজোমাল তন্তু অ্যাস্ট্রাল রশ্মি ইন্টারজোনাল তন্তু 4. প্রোফেজ ও মেটাফেজ দশার অন্তর্বর্তী ক্ষণস্থায়ী দশাটিকে কী বলা হয়, যেখানে নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দার সম্পূর্ণ বিলুপ্তি ঘটে? ইন্টারকাইনেসিস প্রোমেটাফেজ মেটাকাইনেসিস ডায়াকাইনেসিস 5. প্রাণীকোষের মাইটোসিসে ছোটো ও বড় ক্রোমোজোমগুলি মেটাফেজ প্লেটে কীভাবে সজ্জিত থাকে? ছোটো ক্রোমোজোম পরিধিতে ও বড় ক্রোমোজোম কেন্দ্রে ছোটো ক্রোমোজোম কেন্দ্রে ও বড় ক্রোমোজোম পরিধিতে সমস্ত ক্রোমোজোম এলোমেলোভাবে থাকে সমস্ত ক্রোমোজোম পরিধির দিকে থাকে 6. বেমের মাঝ বরাবর বেমতন্তুগুলি পরস্পর মিলিত হয়ে যে স্টেম বডি (stem body) সৃষ্টি করে, তার কাজ কী? অপত্য ক্রোমোজোমগুলিকে আকর্ষণ করা অপত্য ক্রোমোজোমগুলিকে বিপরীত মেরুর দিকে ঠেলে দেওয়া নতুন নিউক্লিয়াস গঠন করা বেমতন্তুকে সংকুচিত করা 7. উদ্ভিদকোষে সাইটোকাইনেসিসের সময় ফ্রাগমোপ্লাস্ট কোন কোষ অঙ্গাণুর ভেসিকলের সঙ্গে মিলিত হয়ে কোষ-পাত (cell plate) গঠন করে? মাইটোকন্ড্রিয়া রাইবোজোম গলগি বস্তু লাইসোজোম 8. বারবার নিউক্লিয়াসের বিভাজন ঘটার পরেও সাইটোপ্লাজমের বিভাজন না হলে যে বহুনিউক্লিয়াসযুক্ত প্রাণীকোষ সৃষ্টি হয়, তাকে কী বলে? সিনোসাইট সিনসাইটিয়াম সাইন্যাপসিস সাইন্যাপস 9. উদ্ভিদ হরমোন অক্সিন ও সাইটোকাইনিন কোন প্রক্রিয়াকে প্রভাবিত করে? অ্যামাইটোসিস মিয়োসিস মাইটোসিস প্রোটিন সংশ্লেষণ 10. মিয়োসিস পরীক্ষার জন্য সর্বাধিক ব্যবহৃত প্রাণী অঙ্গ কোনটি? যকৃৎ ঘাসফড়িংয়ের শুক্রাশয় ত্বক ডিম্বাশয় 11. কোন প্রকার মিয়োসিসে জীবনচক্রের প্রধান বা মুখ্য দশাটি হ্যাপ্লয়েড প্রকৃতির হয়? গ্যামেটিক মিয়োসিস জাইগোটিক মিয়োসিস স্পোরিক মিয়োসিস সবগুলোতেই 12. লেপ্টোটিন উপদশায় উদ্ভিদকোষে (যেমন Lilium) ক্রোমোজোমের ‘বোকে স্টেজ’-এর মতো সজ্জারীতিকে কী বলা হয়? সাইন্যাপসিস সাইনেজেসিস কায়াজমা বোকে স্টেজ 13. সাইন্যাপটোনেমাল কমপ্লেক্স কোন প্রোটিন পদার্থ দ্বারা গঠিত যা দুটি সমসংস্থ ক্রোমোজোমকে যুক্ত রাখে? হিস্টোন প্রোটিন টিউবিউলিন প্রোটিন নিউক্লিয় প্রোটিন অ্যাকটিন প্রোটিন 14. ক্রসিং ওভার প্রক্রিয়ায় DNA স্ট্র্যান্ডের মধ্যে ভাঙন বা নিকিং (nicking) কোন উৎসেচকের প্রভাবে ঘটে? DNA পলিমারেজ DNA লাইগেজ এন্ডোনিউক্লিয়েজ হেলিকেজ 15. দুটি জিনের মধ্যের দূরত্ব ও ক্রসিংওভারের হারের মধ্যে সম্পর্কটি কী, যা জিন ম্যাপিং-এ ব্যবহৃত হয়? ব্যস্তানুপাতিক সমানুপাতিক কোনো সম্পর্ক নেই বর্গমূলের সমানুপাতিক 16. ডিপ্লোটিন উপদশায় সমসংস্থ ক্রোমোজোমদ্বয় পরস্পর থেকে পৃথক হতে শুরু করার প্রক্রিয়াকে কী বলে? সাইন্যাপসিস ডিসজাংশন টার্মিনালাইজেশন ক্রসিং ওভার 17. মিয়োসিস-I এর অ্যানাফেজ দশায় প্রতিটি পৃথক হওয়া ক্রোমোজোমকে কী বলা হয়, যাতে দুটি ক্রোমাটিড থাকে? টেট্রাড বাই কোর্স ইউনিভ্যালেন্ট বা ডায়াড মনোভ্যালেন্ট 18. মিয়োসিস-I ও মিয়োসিস-II এর মধ্যবর্তী বিশ্রাম দশাকে কী বলে যেখানে DNA-র প্রতিলিপি ঘটে না? ইন্টারফেজ-I ইন্টারকাইনেসিস প্রোফেজ-II মেটাফেজ-II 19. মিয়োসিস-II বিভাজনকে হোমোটাইপিক (Homotypic) বিভাজন বলা হয় কেন? ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় ক্রোমোজোম সংখ্যা সমান থাকে কোনো ক্রোমোজোম থাকে না 20. অ্যানাফেজ-I এর সময় ক্রোমোজোমের অসম বণ্টনের (Non-disjunction) ফলে অপত্য কোষে কোন ধরনের পরিবর্তন দেখা যায়? পলিপ্লয়েডি অ্যানিউপ্লয়েডি ইউপ্লয়েডি ট্রান্সলোকেশন 21. জাইগোটিন উপদশায় জোটবদ্ধ সমসংস্থ ক্রোমোজোমদ্বয়কে কী বলা হয়? টেট্রাড বাই কোর্স মনোভ্যালেন্ট হোমোলোগ 22. রেসিপ্রোক্যাল কায়াজমা ও কমপ্লিমেন্টারি কায়াজমার মধ্যে মূল পার্থক্য কী? উৎপন্ন ক্রোমাটিডের সংখ্যায় ক্রসওভারের ধরনে দশার অবস্থানে উৎসেচকের ব্যবহারে 23. মাইটোসিস ও মিয়োসিস-II এর মধ্যে একটি প্রধান পার্থক্য হলো: ইন্টারফেজ দশার উপস্থিতি ক্রোমাটিডের অ্যালিলের প্রকৃতি বিভাজনের ধরন (হ্রাস/সম) অপত্য কোষের সংখ্যা 24. কোন বিভাজনটি সর্বদা ডিপ্লয়েড কোষে ঘটে? মাইটোসিস মিয়োসিস অ্যামাইটোসিস সবগুলোই 25. প্রফেজ-I এর কোন উপদশায় ‘সাইন্যাপটোনেমাল কমপ্লেক্স’ গঠিত হয়? লেপ্টোটিন জাইগোটিন প্যাকাইটিন ডিপ্লোটিন 26. কোন দশায় সমসংস্থ ক্রোমোজোম টেট্রাড দশায় অবস্থান করে? মেটাফেজ মেটাফেজ-I মেটাফেজ-II অ্যানাফেজ-I 27. অ্যানাফেজ-I এ সেন্ট্রোমিয়ার বিভাজিত না হলেও অ্যানাফেজ-II তে বিভাজিত হয়। এই বক্তব্যটি কি সঠিক? সঠিক ভুল আংশিক সঠিক বলা সম্ভব নয় 28. অনেকক্ষেত্রে মিয়োসিস-I এর শেষে সাইটোকাইনেসিস না ঘটে সরাসরি মিয়োসিস-II শুরু হয়। এটি কোন ক্ষেত্রে বেশি দেখা যায়? প্রাণীকোষ উদ্ভিদকোষ ব্যাকটেরিয়া ছত্রাক 29. কোন বিভাজনকে পরোক্ষ বিভাজন বলা হয়? অ্যামাইটোসিস মাইটোসিস এন্ডোমাইটোসিস সবগুলোই 30. সাইন্যাপস ও সাইন্যাপসিসের মধ্যে কোনটি মিয়োসিস কোশ বিভাজনের সাথে সম্পর্কিত? সাইন্যাপস সাইন্যাপসিস উভয়ই কোনোটিই নয় 31. ক্রসিংওভার ও ট্রান্সলোকেশনের মধ্যে মূল পার্থক্য কীসের ভিত্তিতে করা হয়? জিনের বিনিময়ে ক্রোমোজোমের ধরনে (সমসংস্থ/অসমসংস্থ) কোষ বিভাজনের দশায় উৎপন্ন অপত্য কোষে 32. মিয়োসিস-I এর পূর্বে ইন্টারফেজ থাকলেও মিয়োসিস-II এর পূর্বে ইন্টারফেজ নাও থাকতে পারে। এই বক্তব্যটি: সঠিক ভুল আংশিক সঠিক অসম্পূর্ণ তথ্য 33. পৃষ্ঠা 708-এর চিত্র অনুযায়ী, মিয়োসিস-I এর শেষে উৎপন্ন অপত্য কোষে ক্রোমোজোমের অবস্থা কীরূপ থাকে? ডিপ্লয়েড ও একটি ক্রোমাটিডযুক্ত হ্যাপ্লয়েড ও দুটি ক্রোমাটিডযুক্ত হ্যাপ্লয়েড ও একটি ক্রোমাটিডযুক্ত ডিপ্লয়েড ও দুটি ক্রোমাটিডযুক্ত 34. গুরুত্বপূর্ণ পরিভাষা অনুযায়ী, ‘ডায়াড’ বলতে কী বোঝায়? চারটি ক্রোমাটিডযুক্ত বাইভ্যালেন্ট দুটি ক্রোমাটিডযুক্ত একটি একক ক্রোমোজোম দুটি ভিন্ন ক্রোমোজোমের জোড় ক্রোমাটিডের শেষ প্রান্ত 35. স্যাটেলাইট (Satellite) যুক্ত ক্রোমোজোমকে কী বলা হয়? মেটাসেন্ট্রিক ক্রোমোজোম SAT ক্রোমোজোম অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম হোমোলোগাস ক্রোমোজোম 36. ডাইনোফ্ল্যাজেলেটদের মাইটোসিসকে ‘ডাইনোমাইটোসিস’ বলার কারণ কী? এটি খুব দ্রুত হয় এতে নিউক্লিয় পর্দা অবিকৃত থাকে ও বেমতন্তু গঠিত হয় না এটি শুধুমাত্র রাতে ঘটে এতে ক্রোমোজোম থাকে না 37. মিয়োসিস-I পরবর্তী মিয়োসিস-II ঘটার ব্যর্থতাকে কী বলা হয়? নন-ডিসজাংশন ব্র্যাকিমিয়োসিস ডাইনোমাইটোসিস টার্মিনালাইজেশন 38. কোন বিশেষ বিন্দুতে লেপ্টোটিন ক্রোমোজোমগুলি মিলিত হওয়ার পর পুনরায় বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ে? সেন্ট্রোমিয়ার সিনডেটিক নট কায়াজমা টেলোমিয়ার 39. কোষচক্রের G1 দশাকে যেখানে কোষ বিভাজনের জন্য শক্তি (ATP) সঞ্চয় করে, তাকে কী বলা হয়? অ্যান্টিফেজ অ্যান্টেফেজ প্রো-ফেজ পোস্ট-ফেজ 40. ক্রসিং ওভারের ফলে নতুন জিন সমন্বয়যুক্ত ক্রোমাটিড গঠনকে কী বলে? টার্মিনালাইজেশন পুনঃসংযুক্তি বা রিকম্বিনেশন ডিসজাংশন সাইন্যাপসিস 41. কমপ্লিমেন্টারি কায়াজমার ফলে কয়টি একক ক্রসওভার ক্রোমাটিড উৎপন্ন হয়? দুটি চারটি একটিও না একটি 42. অ্যামাইটোসিস ও এন্ডোমাইটোসিসের মধ্যে কোনটি কোষের বংশবৃদ্ধি ঘটায়? এন্ডোমাইটোসিস অ্যামাইটোসিস উভয়ই কোনোটিই নয় 43. ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিসের মধ্যে কোনটি একটি জটিল প্রক্রিয়া যা বিভিন্ন দশার মাধ্যমে ঘটে? সাইটোকাইনেসিস ক্যারিওকাইনেসিস উভয়ই সমান জটিল কোনোটিই জটিল নয় 44. একটি কোশে মাইটোসিস বিভাজন বার বার হতে পারে, কিন্তু সম্পূর্ণ মিয়োসিস বিভাজন একবারমাত্র হয়। এই বক্তব্যটি: সঠিক ভুল শুধুমাত্র উদ্ভিদের জন্য সঠিক শুধুমাত্র প্রাণীর জন্য সঠিক 45. কোন দশায় ক্রোমোজোমে ক্রোমাটিড দুটি সদৃশ অ্যালিল যুক্ত থাকে? মিয়োসিস-II এর প্রোফেজ মাইটোসিসের প্রোফেজ মিয়োসিস-I এর প্রোফেজ সবগুলোতেই 46. প্রাণীকোষে ‘বোকে স্টেজ’ এবং উদ্ভিদকোষে ‘সাইনেজেসিস’ কোন উপদশার সমতুল্য ঘটনা? জাইগোটিন লেপ্টোটিন প্যাকাইটিন ডিপ্লোটিন 47. ক্রসিং ওভার প্রক্রিয়ায় U-Protein বা আনওয়াইন্ডেজ (unwindase) উৎসেচকের কাজ কী? কর্তিত DNA স্ট্যান্ডকে জুড়ে দেওয়া DNA স্ট্র্যান্ডগুলিকে মাতৃ স্ট্র্যান্ড থেকে বিচ্ছিন্ন করা DNA স্ট্র্যান্ডে ভাঙন ধরানো নতুন DNA সংশ্লেষ করা 48. যদি অ্যানাফেজ-I এ নন-ডিসজাংশন ঘটে, তাহলে মিয়োসিস শেষে উৎপন্ন গ্যামেটগুলির অবস্থা কী হবে? দুটি স্বাভাবিক (n) ও দুটি অস্বাভাবিক (n+1, n-1) সবগুলোই অস্বাভাবিক (দুটি n+1, দুটি n-1) সবগুলোই স্বাভাবিক (n) একটি অস্বাভাবিক (n+1), তিনটি স্বাভাবিক (n) 49. প্রাণীকোশের টেলোফেজ দশার চিত্রে (পৃষ্ঠা 691) কোন গঠনটি দেখা যায় যা উদ্ভিদকোষের টেলোফেজে অনুপস্থিত? অপত্য নিউক্লিয়াস ক্রোমাটিন জালক কোষপর্দার খাঁজ নিউক্লিয় পর্দা 50. কোন বিভাজনের ফলে অপত্য কোষ মাতৃকোষের সঙ্গে অনুরূপ হয় না? মাইটোসিস মিয়োসিস অ্যামাইটোসিস সবগুলোতেই Loading …