কোষচক্র এবং কোষবিভাজন MCQs

1. একটি কোষ বিভাজনের পর থেকে পরবর্তী কোষ বিভাজন শুরুর আগে পর্যন্ত কোষের মধ্যে যেসব পরিবর্তন ও ঘটনাবলি পরিলক্ষিত হয়, তাকে কী বলে?

 
 
 
 

2. মানবদেহে কোষচক্রের সময়কাল কত?

 
 
 
 

3. মানুষের Hela কোষে ক্রোমোজোমের সংখ্যা স্বাভাবিক 46টির বদলে কত থাকে?

 
 
 
 

4. কোষচক্রের কোন দশায় DNA সংশ্লেষ বা প্রতিলিপিকরণ (replication) ঘটে?

 
 
 
 

5. মাইটোটিক কোষচক্রের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা কোনটি?

 
 
 
 

6. কোষচক্রের কোন দশাটিকে ‘Resting Phase’ বলা হলেও বিপাকীয়ভাবে সবচেয়ে সক্রিয় থাকে?

 
 
 
 

7. কোষচক্র নিয়ন্ত্রণে কোন প্রোটিন দুটি প্রধান ভূমিকা পালন করে?

 
 
 
 

8. ডিপ্লয়েড কোষে (2C) S দশা শেষ হওয়ার পর DNA-এর পরিমাণ কত হয়?

 
 
 
 

9. কোন দশায় কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় RNA ও প্রোটিন সংশ্লেষ ঘটে?

 
 
 
 

10. যে কোষগুলি বিভাজিত হয় না (যেমন স্নায়ুকোষ), সেগুলি কোষচক্রের কোন দশায় অবস্থান করে?

 
 
 
 

11. কোষচক্রের G1 এবং S দশার মধ্যেকার চেকপয়েন্ট কী নিয়ন্ত্রণ করে?

 
 
 
 

12. MPF (Maturation Promoting Factor)-এর কাজ কী?

 
 
 
 

13. ‘Hayflick limit’ বলতে কী বোঝায়?

 
 
 
 

14. অ্যামাইটোসিস কোষ বিভাজন কোথায় দেখা যায়?

 
 
 
 

15. মাইটোসিসকে ‘সদৃশ বিভাজন’ (Equational Division) বলা হয় কেন?

 
 
 
 

16. উদ্ভিদদেহে মাইটোসিস কোথায় ঘটে?

 
 
 
 

17. মাইটোসিসের কোন পর্যায়ে নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি ঘটে?

 
 
 
 

18. মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলি কোষের বিষুব অঞ্চলে (equatorial plate) সজ্জিত হয়?

 
 
 
 

19. মাইটোসিসের কোন পর্যায়ে সিস্টার ক্রোমাটিডগুলি পৃথক হয়ে যায়?

 
 
 
 

20. মাইটোসিসের কোন পর্যায়ে অপত্য ক্রোমোজোমগুলি বিপরীত মেরুতে পৌঁছানোর পর আবার নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস গঠিত হয়?

 
 
 
 

21. প্রাণীকোষে সাইটোকাইনেসিস কোন পদ্ধতিতে হয়?

 
 
 
 

22. উদ্ভিদকোষে সাইটোকাইনেসিস কোন পদ্ধতিতে হয়?

 
 
 
 

23. কলচিসিন (Colchicine) নামক উপক্ষারটিকে ‘মাইটোসিস বিষ’ বলা হয় কেন?

 
 
 
 

24. মিয়োসিস কোষ বিভাজনের ফলে একটি ডিপ্লয়েড (2n) মাতৃকোষ থেকে কয়টি অপত্য কোষ তৈরি হয়?

 
 
 
 

25. মিয়োসিসকে ‘হ্রাস বিভাজন’ (Reductional Division) বলা হয় কেন?

 
 
 
 

26. মিয়োসিস কোষ বিভাজনের কোন উপদশায় ক্রসিং ওভার ঘটে?

 
 
 
 

27. সমসংস্থ ক্রোমোজোমগুলির জোড় বাঁধার পদ্ধতিকে কী বলা হয়?

 
 
 
 

28. সাইন্যাপসিসের ফলে সৃষ্ট সমসংস্থ ক্রোমোজোমের জোড়কে কী বলে?

 
 
 
 

29. ক্রসিং ওভারের ফলে ক্রোমোজোমের যে ‘X’ আকৃতির গঠন দেখা যায়, তাকে কী বলে?

 
 
 
 

30. মিয়োসিস-I এর অ্যানাফেজ দশায় কী পৃথক হয়?

 
 
 
 

31. মিয়োসিস-I এবং মিয়োসিস-II এর মধ্যবর্তী পর্যায়কে কী বলা হয়?

 
 
 
 

32. মিয়োসিস-II বিভাজন কোন কোষ বিভাজনের অনুরূপ?

 
 
 
 

33. ক্রসিং ওভারের জেনেটিক তাৎপর্য কী?

 
 
 
 

34. ‘বোকে স্টেজ’ (Bouquet stage) মিয়োসিসের কোন উপদশায় দেখা যায়?

 
 
 
 

35. সাইন্যাপটোনেমাল কমপ্লেক্সের কাজ কী?

 
 
 
 

36. কায়াজমার প্রান্তীয় গমনকে (terminalization) কী বলে?

 
 
 
 

37. কোষ চক্রের কোন দশায় হিস্টোন প্রোটিন সংশ্লেষিত হয়?

 
 
 
 

38. অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের চলন কিসের সংকোচনের ফলে হয়?

 
 
 
 

39. উদ্ভিদ ও প্রাণীকোষের মাইটোসিসের মধ্যে মূল পার্থক্য কী?

 
 
 
 

40. মিয়োসিসের প্রোফেজ-I এর কোন উপদশাটি সবচেয়ে দীর্ঘস্থায়ী?

 
 
 
 

41. নন-ডিসজাংশন (Non-disjunction) বলতে কী বোঝায়?

 
 
 
 

42. সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ‘J’ আকৃতির ক্রোমোজোমকে কী বলা হয়?

 
 
 
 

43. টিউমার oluşumunun মূল কারণ কী?

 
 
 
 

44. ক্রাউন গল (Crown gall) রোগ কোনটির কারণে হয়?

 
 
 
 

45. কোষ চক্রের কোন পর্যায়ে DNA-এর পরিমাণ 2C থেকে 4C হয়?

 
 
 
 

46. এন্ডোমাইটোসিস (Endomitosis) প্রক্রিয়ার ফলে কী সৃষ্টি হয়?

 
 
 
 

47. মেটাফেজ-I ও মেটাফেজ-II এর মধ্যে মূল পার্থক্য কী?

 
 
 
 

48. একটি বাইভ্যালেন্টে কয়টি ক্রোমাটিড থাকে?

 
 
 
 

49. ‘জেনে রাখো’ অংশ অনুযায়ী, পেঁয়াজের মাইটোসিসে প্রোফেজ দশার সময়কাল কত?

 
 
 
 

50. মাইটোসিসের প্রোফেজ ও টেলোফেজের মধ্যে সম্পর্ক কী?

 
 
 
 

51. সিনোসাইট (Coenocyte) বলতে কী বোঝায়?

 
 
 
 

52. কোষচক্রের কোন দশায় সেন্ট্রিওলের প্রতিলিপি বা বিভাজন শুরু হয়?

 
 
 
 

53. কোনটিকে প্রত্যক্ষ কোষ বিভাজন (Direct cell division) বলা হয়?

 
 
 
 

54. মেটাসেন্ট্রিক ক্রোমোজোম অ্যানাফেজ দশায় কী আকৃতি ধারণ করে?

 
 
 
 

55. মিয়োসিস বিভাজনের সময় ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পায় কোন পর্যায়ে?

 
 
 
 

56. G2/M চেক পয়েন্টের কাজ কী?

 
 
 
 

57. রিকম্বিনেশন নোডিউল (Recombination nodule) কোথায় দেখা যায়?

 
 
 
 

58. সিস্টার ক্রোমাটিড (Sister chromatid) বলতে কী বোঝায়?

 
 
 
 

59. মাইটোসিসের মেটাফেজ প্লেটে কতগুলি ক্রোমোজোম থাকে?

 
 
 
 

60. মিয়োসিসের ফলে উৎপন্ন চারটি কোষ জেনেটিক্যালি কেমন হয়?

 
 
 
 

61. উদ্ভিদকোষে কোষপাত গঠনে কোন কোষ অঙ্গাণু সাহায্য করে?

 
 
 
 

62. M দশার চেকপয়েন্টের কাজ কী?

 
 
 
 

63. ইস্ট কোষে কোষচক্রের সময়কাল কত?

 
 
 
 

64. কোষচক্রের কোন দশাকে DNA সংশ্লেষ পরবর্তী দশা বলা হয়?

 
 
 
 

65. ক্যারিওকাইনেসিস (Karyokinesis) বলতে কী বোঝায়?

 
 
 
 

66. ক্রোমোজোমের কুন্ডলীভবনকে কী বলা হয়?

 
 
 
 

67. ইন্টারজোনাল তন্তু (Interzonal fibre) কখন দেখা যায়?

 
 
 
 

68. মিয়োসিস বিভাজনের কোন পর্যায়ে সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে?

 
 
 
 

69. কোন প্রকার বিভাজনে প্রকরণ বা ভেদ সৃষ্টি হয় না?

 
 
 
 

70. মানবদেহে ক্ষত নিরাময় কোন কোষ বিভাজনের মাধ্যমে হয়?

 
 
 
 

71. স্পোরিক মিয়োসিস (Sporic meiosis) কোথায় দেখা যায়?

 
 
 
 

72. জাইগোটিক মিয়োসিস (Zygotic meiosis) কোথায় দেখা যায়?

 
 
 
 

73. কোষ বিভাজনের সময় বেমতন্তুর সাথে ক্রোমোজোমের কোন অংশটি যুক্ত থাকে?

 
 
 
 

74. কোষ চক্রে DNA-এর পরিমাণ 4C থেকে 2C হয় কোন পর্যায়ে?

 
 
 
 

75. ক্রোমোজোমের শেষ প্রান্তের অংশকে কী বলা হয়?

 
 
 
 

76. যদি একটি কোষে 10টি ক্রোমোজোম থাকে, তাহলে মাইটোসিসের পর প্রতিটি অপত্য কোষে কয়টি ক্রোমোজোম থাকবে?

 
 
 
 

77. যদি একটি কোষে 10টি ক্রোমোজোম থাকে, তাহলে মিয়োসিসের পর প্রতিটি অপত্য কোষে কয়টি ক্রোমোজোম থাকবে?

 
 
 
 

78. মানুষের জনন মাতৃকোষে (Germ cell) ক্রোমোজোম সংখ্যা কত?

 
 
 
 

79. কোন দশায় প্রতিটি ক্রোমোজোমে একটি মাত্র ক্রোমাটিড থাকে?

 
 
 
 

80. জীবদেহে বৃদ্ধির জন্য কোন বিভাজন দায়ী?

 
 
 
 

81. ডায়াকাইনেসিস উপদশার একটি বৈশিষ্ট্য হলো—

 
 
 
 

82. মিয়োসিস-I ও মাইটোসিসের মধ্যে একটি সাদৃশ্য হলো—

 
 
 
 

83. একটি ফুলের পরাগরেণু মাতৃকোষে 20টি ক্রোমোজোম থাকলে, তার শস্যে (endosperm) ক্রোমোজোম সংখ্যা কত হবে?

 
 
 
 

84. কোষচক্রের সঠিক পর্যায়ক্রম কোনটি?

 
 
 
 

85. কোনটিকে ‘অদৃশ্য দশা’ (Invisible phase) বলা হয়?

 
 
 
 

86. সাইক্লিন (Cyclin) কী?

 
 
 
 

87. অ্যাম্ফিঅ্যাস্ট্রাল (Amphiastral) মাইটোসিস কোথায় দেখা যায়?

 
 
 
 

88. কোষ বিভাজনের তাৎপর্য কী?

 
 
 
 

89. অ্যানাফেজ-II ও মাইটোসিসের অ্যানাফেজের মধ্যে পার্থক্য কী?

 
 
 
 

90. কাইনেটোকোরের উপএকক কখন সংশ্লেষিত হয়?

 
 
 
 

91. লেপ্টোটিন উপদশার বৈশিষ্ট্য নয় কোনটি?

 
 
 
 

92. কোন ক্ষেত্রে সাইটোকাইনেসিস না ঘটলেও ক্যারিওকাইনেসিস ঘটতে পারে?

 
 
 
 

93. কোষপ্রাচীর-বিহীন একটি কোষে সাইটোকাইনেসিস কীভাবে ঘটবে?

 
 
 
 

94. মিয়োসিস বিভাজনের ফলে কী বজায় থাকে?

 
 
 
 

95. কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোম সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায়?

 
 
 
 

96. টেট্রাড অবস্থা মিয়োসিসের কোন উপদশায় দেখা যায়?

 
 
 
 

97. মাইটোসিসের কোন পর্যায়ে বেমতন্তু গঠিত হতে শুরু করে?

 
 
 
 

98. কোন বিভাজনটি এককোশী জীবের বংশবিস্তারের সাথে সম্পর্কিত নয়?

 
 
 
 

99. ইঁদুরের L কোষে S দশার সময়কাল কত?

 
 
 
 

100. টেলোফেজ দশায় কোনটি ঘটে না?

 
 
 
 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top