ANM GNM Physcial Science Quiz Electrolysis

In this page, we have shared very important quiz for your upcoming ANM GNM 2025 Entrance Exam of Physical Science. This quiz contains questions from Electrolysis (তড়িৎ বিশ্লেষণ) i.e. very important topic from Physical Science. In ANM GNM 2025 Exam, Physical Science carries 15 marks out of 115 total marks.

Exam NameANM GNM 2025
Subject Physical Science
Topicতড়িৎ বিশ্লেষণ Electrolysis
Total Marks116
Total Questions116
Negative MarkingYes, -0.25 for each Wrong Answer

Please enter your email:

1. নীচের কোন্টির মধ্য দিয়ে সহজেই তড়িৎ প্রবাহিত হয়?

 
 
 
 

2. নীচের কোনটি তড়িৎ পরিবহণ করতে পারে না?

 
 
 
 

3. একটি তড়িবিশ্লেষ্য পদার্থ হল –

 
 
 
 

4. নীচের কোনটি তীব্র তড়িবিশ্লেষ্য পদার্থ?

 
 
 
 

5. গলিত বা জলে দ্রবীভূত তড়িদ্বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ পরিবহণ করে –

 
 
 
 

6. তড়িবিশ্লেষণের পাত্র হল –

 
 
 
 

7. তড়িবিশ্লেষণে তড়িৎ শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয়?

 
 
 
 

8. একটি মৃদু তড়িবিশ্লেষ্য হল –

 
 
 
 

9. তীব্র তড়িবিশ্লেষ্য কোনটি?

 
 
 
 

10. একটি তীব্র তড়িবিশ্লেষ্য পদার্থ হল –

 
 
 
 

11. গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িবিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয় –

 
 
 
 

12. জলের তড়িবিশ্লেষণে একই উষ্ণতা ও চাপে উৎপন্ন হয় –

 
 
 
 

13. কপার তড়িদ্দ্বারের সাহায্যে কপার সালফেট দ্রবণের তড়িবিশ্লেষণ করলে অ্যানোডে –

 
 
 
 

14. জলের তড়িবিশ্লেষণে তড়িদ্দ্বার হিসেবে ব্যবহৃত হয় –

 
 
 
 

15. নীচের কোনটি তড়িৎ পরিবহণে সক্ষম?

 
 
 
 

16. নীচের কোনটি তড়িবিশ্লেষ্য পদার্থ নয়?

 
 
 
 

17. নীচের কোনটি মৃদু তড়িবিশ্লেষ্য পদার্থ?

 
 
 
 

18. নীচের কোন্টির তড়িৎ পরিবহণ ক্ষমতা সর্বাধিক?

 
 
 
 

19. নীচের কোনটি ক্যাটায়ন?

 
 
 
 

20. আয়নীভবনে উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়নগুলির মোট আধান –

 
 
 
 

21. তড়িবিশ্লেষণের সময় ক্যাটায়ন ও অ্যানায়নের সংখ্যা –

 
 
 
 

22. পারদ তড়িৎ পরিবহণে সক্ষম, পারদ হল একটি –

 
 
 
 

23. CaCl₂-এর জলীয় দ্রবণে উৎপন্ন Cl⁻ আয়নের সংখ্যা –

 
 
 
 

24. ধাতব পরিবাহীতে তড়িৎ পরিবহণ করে –

 
 
 
 

25. গলিত NaCl-এর মধ্যে তড়িৎ পরিবহণ করে –

 
 
 
 

26. যে তড়িদ্দ্বারটি ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে তাকে বলে –

 
 
 
 

27. তড়িবিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ চালনা করলে ক্যাটায়নগুলি –

 
 
 
 

28. নীচের কোন্ অধাতুটি তড়িৎ পরিবহণে সক্ষম?

 
 
 
 

29. গলিত NaCl-এর তড়িবিশ্লেষণ করলে ক্যাথোডে উৎপন্ন হয় –

 
 
 
 

30. জলের তড়িবিশ্লেষণের সময় জলে সামান্য পরিমাণ কী যোগ করা হয়?

 
 
 
 

31. তড়িবিশ্লেষণের সময় ক্যাথোড –

 
 
 
 

32. জলের তড়িবিশ্লেষণে ক্যাথোডে কোন্ বিক্রিয়াটি ঘটে?

 
 
 
 

33. খুব অল্প HCl মিশ্রিত জলের তড়িবিশ্লেষণ করলে অ্যানোডে উৎপন্ন হয় –

 
 
 
 

34. Cu তড়িদ্দ্বার ব্যবহার করে CuSO₄-এর জলীয় দ্রবণের তড়িবিশ্লেষণ করলে দ্রবণে Cu²⁺-এর পরিমাণ –

 
 
 
 

35. নীচের কোনটি তড়িৎ পরিবাহী অথচ তড়িবিশ্লেষ্য নয়?

 
 
 
 

36. কপার তড়িদ্দ্বারের সাহায্যে কপার সালফেট দ্রবণের তড়িদ্‌বিশ্লেষণ করলে –

 
 
 
 

37. Cu তড়িদ্দ্বার দ্বারা CuSO₄ দ্রবণের তড়িদ্‌বিশ্লেষণ করলে অ্যানোডে কোন্ বিক্রিয়াটি ঘটে?

 
 
 
 

38. কঠিন তড়িবিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহণ করে –

 
 
 
 

39. কোল্টির অ্যানোডে জারিত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি?

 
 
 
 

40. কোন্টির ক্যাথোডে বিজারিত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি?

 
 
 
 

41. তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থগুলির দ্রবণে পাওয়া যায় –

 
 
 
 

42. একটি তীব্র তড়িবিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণে পাওয়া যায় –

 
 
 
 

43. নীচের যৌগগুলির মধ্যে তড়িৎ-অবিশ্লেষ্য হল –

 
 
 
 

44. তড়িবিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণকে উত্তপ্ত করলে আয়নগুলির গতিবেগ –

 
 
 
 

45. কঠিন অবস্থায় কোল্টি তড়িৎ পরিবহণ করে না?

 
 
 
 

46. নীচের কোন্টি মৃদু তড়িবিশ্লেষ্য?

 
 
 
 

47. নীচের কোন্ ক্যাটায়নটি জলীয় দ্রবণে মুক্ত অবস্থায় থাকে না?

 
 
 
 

48. তড়িদ্বিশ্লেষণ এক প্রকার –

 
 
 
 

49. Cu তড়িদ্দ্বার ব্যবহার করে CuSO₄ দ্রবণের তড়িদ্বিশ্লেষণের ক্ষেত্রে নীচের কোন্ বিবৃতিটি ঠিক?

 
 
 
 

50. কোল্টি তড়িবিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ নয়?

 
 
 
 

51. জলীয় দ্রবণে মুক্ত অবস্থায় থাকে না-

 
 
 
 

52. তড়িবিশ্লেষণের ক্ষেত্রে কোন্টি ঘটে?

 
 
 
 

53. লোহার দ্রব্যে নিকেলের প্রলেপ দিতে অ্যানোড রূপে ব্যবহার করা হয় –

 
 
 
 

54. লোহার দ্রব্যে কপারের তড়িৎলেপন করতে তড়িদ্‌বিশ্লেষ্যরূপে ব্যবহৃত হয় –

 
 
 
 

55. তড়িবিশ্লেষণ পদ্ধতিতে লোহার উপর তামার প্রলেপ দিতে অ্যানোড রূপে ব্যবহৃত হয় –

 
 
 
 

56. রুপোর গহনাতে সোনার তড়িৎলেপন করতে তড়িদ্‌বিশ্লেষ্য হিসেবে ব্যবহৃত হয় –

 
 
 
 

57. নীচের কোন্ ধাতু নিষ্কাশনে তড়িদ্‌বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করা হয়?

 
 
 
 

58. তড়িৎলেপনের উদ্দেশ্য হল –

 
 
 
 

59. গোল্ড প্লেটিংয়ের সময় নেওয়া হয় –

 
 
 
 

60. কপার ধাতুর তড়িৎ বিশোধনের সময় উৎপন্ন অ্যানোড মাড-এ যে ধাতুটি অনুপস্থিত, সেটি হল –

 
 
 
 

61. কোনো বস্তুতে রুপোর প্রলেপ দিতে বিশুদ্ধ রূপোর পাত ব্যবহৃত হয় –

 
 
 
 

62. তড়িৎলেপনের সময় –

 
 
 
 

63. লোহার উপর জিংকের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে কী বলে?

 
 
 
 

64. তড়িদ্বিশ্লেষণ পদ্ধতিতে কপার বিশুদ্ধিকরণের সময় অ্যানোডরূপে ব্যবহৃত হয় –

 
 
 
 

65. কপার বিশুদ্ধকরণের সময় অ্যানোডে যে বিক্রিয়াটি ঘটে –

 
 
 
 

66. তড়িবিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য ব্যবহৃত তড়িদ্‌বিশ্লেষ্য হল –

 
 
 
 

67. তড়িবিশ্লেষণ পদ্ধতিতে কপার বিশুদ্ধকরণের সময় তড়িদ্‌বিশ্লেষ্যরূপে ব্যবহৃত হয় –

 
 
 
 

68. কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়?

 
 
 
 

69. নিচের কোন দ্রবণটি তড়িৎ পরিবহন করে না?

 
 
 
 

70. কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ?

 
 
 
 

71. নিচের কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য?

 
 
 
 

72. তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে কোনটি সঠিক?

 
 
 
 

73. গলিত সোডিয়াম ক্লোরাইডে কোন আয়ন ক্যাথোডের দিকে যায়?

 
 
 
 

74. দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য পদার্থে ক্যাটায়ন কোথায় যায়?

 
 
 
 

75. নিচের কোনটিতে মুক্ত আয়ন নেই?

 
 
 
 

76. তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অ্যানোড কী?

 
 
 
 

77. তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়?

 
 
 
 

78. ভোল্টামিটারের কাজ কী?

 
 
 
 

79. তড়িৎদ্বারের প্রকারভেদ কীসের উপর নির্ভর করে?

 
 
 
 

80. সাধারণ লবণের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কী উৎপন্ন হয়?

 
 
 
 

81. সাধারণ লবণের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কী উৎপন্ন হয়?

 
 
 
 

82. জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের অনুপাত কত?

 
 
 
 

83. জলের তড়িৎ বিশ্লেষণে কোন অ্যাসিড ব্যবহার করা হয়?

 
 
 
 

84. কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণে দ্রবণের বর্ণ কী পরিবর্তন হয়?

 
 
 
 

85. কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কী ঘটে?

 
 
 
 

86. কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কী জমা হয়?

 
 
 
 

87. তড়িৎ লেপনের উদ্দেশ্য কী?

 
 
 
 

88. তড়িৎ লেপনের জন্য কোন প্রকার বিদ্যুৎ ব্যবহৃত হয়?

 
 
 
 

89. তামার প্রলেপ দেওয়ার জন্য কী ব্যবহার করা হয়?

 
 
 
 

90. লোহার উপর তামার প্রলেপ দিতে কী ব্যবহার করা হয়?

 
 
 
 

91. নিকেলের প্রলেপ দেওয়ার জন্য কোন দ্রবণ ব্যবহৃত হয়?

 
 
 
 

92. সোনার প্রলেপ দেওয়ার জন্য কী ব্যবহার করা হয়?

 
 
 
 

93. রুপার প্রলেপ দেওয়ার জন্য কী ব্যবহার করা হয়?

 
 
 
 

94. ধাতু নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণের উদাহরণ কী?

 
 
 
 

95. কপার বিশোধনে কোনটি অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়?

 
 
 
 

96. কপার বিশোধনে ক্যাথোডে কী জমা হয়?

 
 
 
 

97. তড়িৎ বিশ্লেষণে কোন সূত্র মেনে চল হয়?

 
 
 
 

98. ফ্যারাডের প্রথম সূত্র অনুসারে, কোনো তড়িদ্বারে মুক্ত হওয়া পদার্থের ভর কীসের সমানুপাতিক?

 
 
 
 

99. ফ্যারাডের দ্বিতীয় সূত্র অনুসারে, বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্যের তুল্যাঙ্কভার কীসের সমানুপাতিক?

 
 
 
 

100. কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ চললে, পরিবাহীর রোধ কীসের উপর নির্ভর করে?

 
 
 
 

101. কোনো তড়িৎ পরিবাহীর আপেক্ষিক রোধ কীসের উপর নির্ভর করে?

 
 
 
 

102. কোনো তড়িৎ কোষের EMF (তড়িচ্চালক বল) কীসের উপর নির্ভর করে?

 
 
 
 

103. তড়িৎ বিশ্লেষণে অ্যানায়ন কোথায় যায়?

 
 
 
 

104. তড়িৎ বিশ্লেষণে ক্যাটায়ন কোথায় যায়?

 
 
 
 

105. লোহার উপর নিকেলের প্রলেপ দিতে কী ব্যবহার করা হয়?

 
 
 
 

106. নিচের কোনটি জারন-বিজারন প্রক্রিয়া?

 
 
 
 

107. নিচের কোন গ্যাসটি প্রমাণ অবস্থায় লিথিয়াম এর সাথে সরাসরি বিক্রিয়া করে?

 
 
 
 

108. জলীয় দ্রবণে কোনটির তড়িৎ পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি?

 
 
 
 

109. নিচের কোনটি তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ?

 
 
 
 

110. তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের উপরে অবস্থিত ধাতুগুলো কী করে?

 
 
 
 

111. কোন দ্রবণে তড়িৎ চালনা করলে রাসায়নিক পরিবর্তন ঘটে না?

 
 
 
 

112. তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে কোন প্রক্রিয়াটি ঘটে?

 
 
 
 

113. তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কোন প্রক্রিয়াটি ঘটে?

 
 
 
 

114. নিচের কোনটি জলীয় দ্রবণে সামান্য পরিমাণ বিয়োজিত হয়?

 
 
 
 

115. কোন গ্যাসটি অ্যানোডে নির্গত হয় যখন গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষিত হয়?

 
 
 
 

116. তড়িৎ বিশ্লেষণের মূল উদ্দেশ্য কী?

 
 
 
 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top